ভুয়ো সার্টিফিকেট দিয়ে কেন্দ্রীয় সরকারের অধীনস্ত দপ্তরে চাকরির আবেদন ১৫ জন কর্মপ্রার্থীর; তদন্তে পুলিশ

 

15-job-applicants-applying-for-jobs-with-fake-certificates-Police-investigating

সমীর দাস, মালদা : ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরিতে আবেদন। তাও আবার কেন্দ্রীয় সরকারের অধীনস্ত দপ্তরে। আবেদনপত্র আবার এক বা দুইটি নয়; এমন  ১৫ জন প্রার্থী ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরির জন্য আবেদনপত্র করেছে মালদহ জেলা ডাক ডিভিশনে।

জাতীয় পর্যায়ে একাধিক পদক পাওয়া বক্সার এখন অর্থাভাবে পার্কিং-এ টিকিট বিক্রেতা 

মালদহ জেলার ডাক ডিভিশন সুত্রে জানা গিয়েছে, সম্প্রতি মালদহ জেলা ডাক ডিভিশনে গ্রামীণ ডাক সেবক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়। কমপক্ষে শতাধিক শূণ্যপদের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে কয়েকশো কর্মপ্রার্থী এই পদের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট জমা দেয় । এরপর ডাক বিভাগ এই আবেদনপত্র ও তার সাথে  দেওয়া সার্টিফিকেট পরীক্ষা করতেই ঝুলি থেকে বেরিয়ে আসে বিড়াল। চক্ষু চড়ক গাছ হয় মালদহ ডিভিশনের ডাক বিভাগের কর্তাদের।

বনগাঁয় পোস্টমাস্টার সহ পুলিশের গাড়িকে ঘিরে বিক্ষোভ 

দেখা যায়, ১৫ জন কর্মপ্রার্থীর আবেদন পত্রের সাথে দেওয়া সার্টিফিকেট ভুয়ো। মালদহ  ডিভিশনের ডাক বিভাগের অধিকর্তা জানান, সার্টিফিকেট গুলি দেখে প্রথমে সন্দেহ হয়। সেই কারণে সার্টিফিকেট গুলির সত্যতা  খোঁজ করা হয় এবং চিঠি মারফৎ সংশ্লিষ্ট দপ্তর থেকে সার্টিফিকেট গুলির বৈধতা জানতে চাওয়া হয়। এরপর সংলিষ্ট দপ্তর থেকে সার্টিফিকেট গুলি ভুয়ো তার তথ্য প্রমান আসে। এরপরই মালদহ পুলিশ সুপারের কাছে লিখিতভাবে বিষয়টি জানানো হয় এবং তদন্তের জন্য আবেদনও করা হয়।

ভ্যাকসিনের দাবিতে রাস্তা অবরোধ, লাঠিচার্জ পুলিশের 

মালদহ পুলিশ সুপার অলোক রাজোরিয়া এমন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,  ভুয়ো সার্টিফিকেট দিয়ে আবেদনকারী ১৫ জন কর্মপ্রার্থীদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তাদের খোঁজ শুরু হয়েছে। ভুয়ো সার্টিফিকেট কিভাবে এই আবেদনকারীরা সংগ্রহ করেছে বা কোন চক্র এই কারবারে যোগ রয়েছে কিনা সেসবও খতিয়ে দেখা হচ্ছে।

 

15-job-applicants-applying-for-jobs-with-fake-certificates-Police-investigating

15-job-applicants-applying-for-jobs-with-fake-certificates-Police-investigating

15-job-applicants-applying-for-jobs-with-fake-certificates-Police-investigating

15-job-applicants-applying-for-jobs-with-fake-certificates-Police-investigating

Post a Comment

Previous Post Next Post