সবুজসাথীর সাইকেল পেতে দিতে হচ্ছে বাড়তি টাকা

You-have-to-pay-extra-money-to-get-Sabujsathi-s-bicycle

ঈশিতা সাহা : রাজ্যজুড়ে  ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্পে বিনামূল্যে সাইকেল দেওয়া হচ্ছে প্রতিটি স্কুল গুলি থেকে নিয়ম অনুযায়ী এই সাইকেল দেওয়া হবে বিনামূল্যেই কিন্তু শীতলকুচি বড়মরিচা দেলোয়ার হোসেন হাই স্কুল থেকে ছাত্র ছাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে বাড়তি ৫০ টাকা ঘটনাটিকে ঘিরে ছাত্র-ছাত্রীর অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, ব্লকের কৃষক বাজারের এক গোডাউনে সাইকেল গুলিকে নিয়ে আসতে ভাড়া গোডাউন থেকে সাইকেল গুলিকে গাড়ি তুলে দেওয়ার জন্য পারিশ্রমিকের জন্য ছাত্রীদের কাছ থেকে এই নিম্নতম টাকা আদায় করা হচ্ছে

অভিভাবকরা বলেন, কিছুদিন আগে থেকেই ছাত্র-ছাত্রীদের সবুজ সাথী সাইকেল বিলি করা শুরু হয়েছে পুরোপুরি বিনামূল্যের এই সাইকেল পেতে হচ্ছে ৫০ টাকার বিনিময়ে স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে বিষয়টি কিন্তু তারপরও টাকা ছাড়া সাইকেল দিচ্ছে না কর্তৃপক্ষ

এলাকার বাসিন্দাদের অভিযোগ, আমাদের সন্তানরা প্রথমদিন সাইকেল না নিয়েই বাড়ি ফিরে আসে ওরা জানায় ৫০ টাকা ছাড়া স্কুল থেকে সাইকেল দিচ্ছে না প্রশ্ন তোলেন, যেই সাইকেল বিনামূল্যে দেওয়া হচ্ছে রাজ্যজুড়ে তার জন্য আমরা টাকা কেন দেবো বারমরিচা দেলোয়ার হোসেন হাই স্কুলের সহকারী শিক্ষক আসানুর রহমান বলেন, শীতলকুচি কৃষকবাজারে গোডাউন থেকে সাইকেল গুলি আনতে গাড়ি ভাড়া দিতে হচ্ছে পাশাপাশি যেসব শ্রমিকরা সাইকেল গুলি গাড়িতে তুলে দিচ্ছে তারা প্রতি সাইকেল পিছু 10 টাকা করে নিচ্ছে নিয়ে ভিডিও অফিসে নথিপত্র জমা দেওয়া হয়েছে কিন্তু সেদিন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সেজন্য বাধ্য হয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে

রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী বলেন, সবুজ সাথী সাইকেল সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এক্ষেত্রে কোন স্কুল বাড়তি টাকা নিতে পারে না এই অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত স্কুল ভাবে বেআইনিভাবে টাকা নিচ্ছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি


You-have-to-pay-extra-money-to-get-Sabujsathi-s-bicycle


Post a Comment

Previous Post Next Post