রিয়া গিরি : করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে, একটি বড় সিদ্ধান্ত নেওয়া হলো। অনলাইনে আবেদন করলেই মদ চলে আসবে বাড়িতে, ঠিক এমনটাই ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। যদিও ঘটনাটি পশ্চিমবঙ্গের নয় বরং প্রতিবেশী রাজ্য অসমের। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে গুহাটিতে বাড়িতে বসে মদ পাওয়ার সুবিধা চালু হতে চলেছে পরের মাস থেকেই। যার ট্রায়াল' ইতিমধ্যে শুরু হয়ে গেছে গুহাটিতে।
গোটা রাজ্যে লকডাউন থাকায় এবং সংক্রমণ রোধ করার জন্য ঠিক এমনটাই ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। মন্ত্রী পীযুষ হাজারিকা জানিয়েছেন, অনলাইনে মদ বিক্রি করবে সরকার। প্রক্রিয়াটি সফল হলে ই পরের মাস থেকে বাড়িতে পৌঁছে যাবে মদ । দোকানে ভিড় থেকে সংক্রমণ ছড়াবার ভয় থাকার কারণেই, এমন সিদ্ধান্ত নিয়েছেন অসম সরকার।
এর আগে মেঘালয় সরকারও মদ বিক্রির ক্ষেত্রে বিশেষ সিদ্ধান্ত নিয়েছিল, যাতে বাড়িতে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করা হয়। এবার সেই প্রক্রিয়ায় সিদ্ধান্ত নিলেন অসম সরকার । অনলাইনে মদ বিক্রি করলে সংক্রমণের ভয় অনেকটাই কম। ইতিমধ্যেই ৪ ঠা জুলাই থেকে তৃতীয় তরঙ্গ শুরু হয়ে গেছে এবং অসমে নতুন করে আক্রান্ত হয়েছেন ২,০৪৬ জন। কোভিড সংক্রমনের তৃতীয় তরঙ্গের লক্ষণ ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, তাই তৃতীয় তরঙ্গ আটকাতে এমন অভিনব নীতি চালু করলেন অসম সরকার।
Tags:
দেশ ও বিদেশ