রিয়া গিরি : প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে বঞ্চিত গোটা গ্রাম। অবিশ্বাস্য মনে হলেও, ঝাড়খণ্ডের রাঁচিতে ঠিক এমনই এক গ্রামের খোঁজ মিলল। ঘরবাড়ি ভেঙ্গে পড়ায় অনেকেই গাছের নিচে আশ্রয় নিয়েছে।রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের রাজ্যের প্রত্যন্ত গ্রাম বিয়াওয়ারা টলি গ্রাম জঙ্গলে ঘেরা। দীর্ঘকাল ধরে কোন সরকারি সুযোগ-সুবিধা, উন্নয়ন প্রকল্প পায়নি কেউই। ঠিক সেই কারণেই প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে বঞ্চিত হল গোটা গ্রাম।
বিজেপি ত্যাগী নেতার কর্মীকে প্রাণে মারার হুমকির অভিযোগ
ঘটনাটি ঘটেছে,মাওবাদী অধ্যুষিত ঝাড়খণ্ডের এক প্রত্যন্ত গ্রামে। গ্রামের একজনও সরকারি অনুদান থেকে বাড়ি পাননি। রাজ্য- কেন্দ্র মিলে সরকারি অনুদানের প্রচারে সরব হলেও, এই বিষয়ে নজর দেননি কেউই। গ্রামবাসীরা জানান,ভোটের সময় বাবুরা আসেন এবং প্রতিশ্রুতি দিয়ে চলে যান।
ভোট ফুরোলেই তাদের আর দেখা মিলেনা। গ্রামের এক চাষী কারকেটার মাটির বাড়ি ভেঙ্গে যাওয়ায়, জঙ্গলের ভেতর একটি বড় গাছের তলায় কুঁড়ে ঘর বানিয়ে কোনরকমে মাথা গুঁজে থাকেন। শীতে ঘুমাতে পারেন না,প্রচন্ড বৃষ্টি হলে ঘরের এক কোণে মাথা গুঁজে থাকেন। কিন্তু মাথার ওপরে ছাদের জন্য পঞ্চায়েতে বহু আবেদন-নিবেদন করলেও কোনো সুরাহা মিলেনি।
নাবালিকা বোনকে ধর্ষণের অভিযোগ নিজের দাদার বিরুদ্ধে
এই
প্রসঙ্গে গ্রামবাসীরা বিডিও বিষ্ণুদেবের কাছে উপস্থিত হলে , তিনি জানান'ওই গ্রামের এমন পরিস্থিতির কথা আমি এই প্রথম শুনলাম , বিষয়টি খতিয়ে দেখা হবে। পঞ্চায়েত সেবক দের কাছ থেকে খোঁজখবর নেব'। বাস্তবায়নে প্রশাসনের উদ্যোগ বাস্তবায়িত হবে বলে, আশা রেখেছেন বিডিও।