আগামী মাস থেকেই শিশুদের টিকাকরন! বিজেপি বৈঠকে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

Vaccination-of-children-from-next-month-The-Union-Health-Minister-informed-the-BJP-meeting

ঈশিতা সাহা : ১২-১৮ বয়সীদের জন্য আগামী মাস থেকেই শুরু করা যেতে পারে টিকা করন প্রক্রিয়াএদিন বিজেপি সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির উপস্থিতিতে সংসদ সদস্যদের একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মন্ডব্য

বিশেষজ্ঞদের মতেশিশুদের জন্য ভ্যাকসিন চালু হলেতা স্কুল খোলার প্রক্রিয়া কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সম্ভবত সেপ্টেম্বর মাসে কিশোর-কিশোরীদের ভ্যাকসিন দেওয়া শুরু করবে বলে জানানো হয়েছিলএরপরই সম্ভাবনাকে আরো দ্রুতগতিতে এগিয়ে নিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এই মন্তব্য প্রকাশ করেন আইসিএমআর কেন্দ্রকে জানিয়েছে সব কিছু যখন ধীরে ধীরে এগোচ্ছে তখন স্কুল খুলে দেওয়ার কথাও ভাবতে হবে

স্কুলগুলি যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় খোলা উচিত : ইউনিসেফ

বর্তমানের শিশুদের জন্য দু'রকমের ভ্যাকসিনের চূড়ান্ত গবেষণা চলছে দেশে একটি হল ভারত বায়োটেক এর কোভ্যাকসিন এবং জাইডাস কেডলির তৈরি শিশুদের জন্য টিকা শুক্রবার ইউরোপে ওষুধ অনুমোদনকারী পক্ষ  থেকে  ১২ থেকে ১৭ বছর বয়স্কদের জন্য তৈরি মডার্ন টিকার ছাড়পত্র দেওয়া হয়েছে

পরিকল্পনাহীন অবস্থায় মন্দায় অর্থনীতি

এইমসের ডিরেক্টর কোভিড টাস্ক ফোর্স সদস্য রণদীপ গুলেরিয়া জানানদেশে কোভ্যাকসিনের চূড়ান্ত ফলাফল সেপ্টেম্বরের মধ্যেই চলে আসবেপাশাপাশি আরও বলেনস্কুল দ্রুত খোলার পথেই অগ্রসর হচ্ছি আমরা

দেশে ইতিমধ্যে ৪৪ কোটি মানুষকে করোনার ডোজ দেওয়া সম্ভব হয়েছে তবে যত দ্রুত সম্ভব প্রাপ্ত বয়স্কদের মধ্যে টিকাকরণের প্রক্রিয়া শেষ করার দিকে নজর রেখেছে কেন্দ্রীয় সরকার

ভ্যাকসিন সেন্টারে পুলিশের হেনস্থায় আত্মঘাতী যুবক ঈশিতা সাহা : উত্তর প্রদেশ রাজ্যে একটি টিকাকরণ কেন্দ্রে টিকা নিতে গিয়ে উপস্থিত পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এক যুবক। এরপরই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই যুবক।মঙ্গলবার দুপুরে ঘটনাটিকে ঘিরে ৯০ সেকেন্ডে একটি ভিডিও  সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে। উত্তরপ্রদেশের বাগপতের ওই বাসিন্দার বয়স আনুমানিক ২০ বছর। সূত্রে খবর, টিকাকেন্দ্রে ওই যুবকের নাম ডাকার পর সেন্টারে ঢুকতে পুলিশকর্মীরা বাধা দেয়। এ নিয়েই গোলমালে জড়িয়ে পড়ে যুবক। এরপরই তাকে মারধর করার অভিযোগ ওঠে। শুধু মারধরে থেমে থাকেনি, একটি ঘরে নিয়ে গিয়ে লাঠিপেটা করা হয় তাকে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার জেরে অভিযুক্ত ১০ পুলিশকর্মীকে ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যুবকের বাবার অভিযোগ, পুলিশের হেনস্থায় আমরা ঘটনাস্থল থেকে কোন রকমে পালিয়ে আসি। কিন্তু রেহাই পায়নি। বিকেলেই পুলিশ আমাদের গ্রামের বাড়িতে আসে। আমার স্ত্রীকে জোর করে হেনস্থা করা হয়। তারপরই সোমবার রাতে একটি গাছে ঝুলন্ত অবস্থায় আমার ছেলের দেহ উদ্ধার হয়। এরপর তিনি থানায় গিয়ে ১০ জন পুলিশ কর্মী বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায়। তিনি দাবি করেন তার ছেলের মৃত্যুর জন্য ওই পুলিশকর্মীরাই দায়ী। বাকপতের পুলিশ প্রধান অভিষেক সিং ঘটনাটির তদন্ত শুরু করে। তিনি জানান, যুবকের দেহ মায়নাতদন্তে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ওই ভ্যাকসিন সেন্টারে ১০ জন পুলিশকর্মীকে ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।  এছাড়া ঘটনায় যারা দোষী তাদের অবশ্যই শাস্তি দেওয়া হবে।


Post a Comment

Previous Post Next Post