অনলাইনে আধার নম্বর ব্যবহার করলে আসতে পারে সংকট

Using-Aadhaar-number-online-can-lead-to-crisis

রিয়া গিরি : আজকাল সব কাজেই ব্যবহার হচ্ছে আধার নম্বর কিন্তু আধার নম্বর শেয়ার করা কতটা নিরাপদ, তা অনেকেরই অজানা আধার কার্ডকে আইডি হিসেবে ব্যবহার করার সময় সর্তকতা অবলম্বন করা উচিত  তা না হলে গোপন তথ্য গুলি ফাঁস হয়ে যেতে পারে, কিংবা আধার কার্ড এর অপব্যবহার হতে পারে

আধার নম্বর সব সময় ব্যবহার করা নিরাপদ নয়, কিন্তু আধার নম্বর ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া চলে না তার পরিবর্তে আধার কার্ড ব্যবহারের সময় আধার নম্বর গোপন রেখে ভার্চুয়াল আইডি ব্যবহার করা যেতে পারে এর জন্য প্রয়োজন আধার অ্যাপ যা থেকে আপনাকে ১৬ ডিজিটের ভার্চুয়াল আইডি জেনারেট করতে হবে রেজিস্টার মোবাইল থেকে এসএমএসের মাধ্যমেও করা যাবে এই কাজ ফলস্বরূপ আপনি ভার্চুয়াল আইডি সহ আধার ডাউনলোড করতে পারবেন, যেখানে আসল আধার নম্বর গোপন থাকবে এবং আপনার সমস্ত কাজে ব্যবহার হতে পারে

মাক্সড আধার ব্যাপারটি অনেকেরই অজানা লাগবে মাক্সড আধার কার্ডটি আর কিছুই না নিজের আধার নম্বর গোপন রাখার  একটি প্রসেস মাক্সড আধারে আপনার আঁধারের প্রথম টি নম্বর গোপন রেখে শেষ চারটি সংখ্যা দেবেন যেখানে প্রথম আটটি সংখ্যার পরিবর্তে লেখা থাকবে 'xxxxxxxx' এই মাক্সড আধার কার্ড সব জায়গায় গৃহীত হয়,তাই পরিচয় পাত্র হিসেবে এটি সবসময় ব্যবহার করা যেতে পারে

অনলাইনে কোনো সময় আধার নম্বর প্রয়োজন হলে মাক্সড আধার ব্যবহার করা যেতে পারেযেখানে আসল আধার কার্ড পরিচয় পত্র হিসেবে ব্যবহার করলেও, আপনার আধার নম্বর সুরক্ষিত থাকবে অন্য কারোর হাতে  প্রয়োজনে মাক্সড আধার কার্ড দেওয়া যেতে পারে কোন সংকোচ ছাড়াই


Using-Aadhaar-number-online-can-lead-to-crisis


Post a Comment

Previous Post Next Post