কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তুনু ঠাকুর; ঢাক ঢোল পিটিয়ে উচ্ছাস মতুয়াদের

 

ঈশিতা সাহা ও অম্লিতা দাস : বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা করেছে বিজেপি এবারে বাংলা থেকে পুরনো দুই প্রতিমন্ত্রী কে সরিয়ে নতুন চারজনকে মন্ত্রিত্ব পদ দিচ্ছে বিজেপি সরকার তাদের মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে স্থান পেয়েছে বনগাঁ লোকসভার বিজেপি সাংসদ মাতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি শান্তনু ঠাকুর

বিধানসভা নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের অধিকাংশ ভোট বিজেপি বাক্সে পড়লেও নাগরিকত্ব দেওয়ার প্রসঙ্গে কার্যকারী পদক্ষেপ না নেওয়ায় মাতুয়া দের মধ্যে ক্ষোভের আশঙ্কা দেখা যায় মূলত সেই ক্ষোভকে নিয়ন্ত্রণ করতে মাতুয়া সম্প্রদায় প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভায় আসন পেলেন শান্তনু

জুলাই  রাষ্ট্রপতি ভবনের শপথ গ্রহণ শুরু হলে তালিকায় উঠে আসে ৪৩ নতুন মন্ত্রী মুখসন্ধ্যে .১৯ মিনিটে প্রথমবারের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব  পেলেন বনগাঁর সাংসদ সেদিন রদবদল নিয়ে জল্পনা চলতে থাকে দিনভর তারই মধ্যে তালিকায় শান্তনু ঠাকুর এর নাম উঠে আসতে আনন্দের শেষ থাকেনা মাতুয়া বাসীদের খবর আসা মাত্রই উল্লাসে ফেটে পড়েন তারা রীতিমতো ঢাক-ঢোল কাসা বাজিয়ে ঠাকুরনগরে পূজা আর্চা শুরু হয় বাজি ফাটিয়ে আনন্দের প্রকাশ ,মাতুয়া সমাজে এই প্রথম কেউ প্রতিমন্ত্রী হলেন

বুধবার শান্তনু ঠাকুরের পাশাপাশি বাংলা থেকে আরো তিনজন (নিশীথ প্রামানিক, সুভাষ সরকার জন বার্লা) কেন্দ্রীয় পদে নিয়োগ হলেন   বিধানসভা ভোটের আগেই ঠিক ছিল বনগাঁয় শান্তনু ঠাকুর ভালো ফল করলে তিনি তার যোগ্য পুরস্কারও পাবেন বিধানসভার ভোটে দক্ষিণবঙ্গে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের পাশাপাশি ভালো ফল এনে দেন বনগাঁর শান্তনু ঠাকুর বিধানসভার মোট ফল বিজেপির আশানুরূপ না হলেও ২০২৪ এর লোকসভা নির্বাচনে খামতি রাখতে চায়না তাঁরা সেখানে মতুয়া সম্প্রদায়ের ভোটের আস্থা পাচ্ছেন শান্তনু ঠাকুর

মাতুয়া সংঘের এক তরুণ ভক্ত মনোজ মণ্ডল বলেন,'আমরা সকলেই খবর পেয়েছি যে শ্রী শান্তনু ঠাকুর মন্ত্রী হচ্ছেন এই খবর পেয়ে আমরা খুব খুশি সবাই আনন্দে মেতেছে' মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক অনিমেষ বালা বলেন,' মতুয়া আন্দোলনের দীর্ঘদিনের যে লড়াইয়ের পথ তার সিড়ি পাওয়া শুরু হলো শান্তনু ঠাকুর এর শপথ গ্রহণের সাথেই'

গত লোকসভা নির্বাচনের আগে মমতাবালা ঠাকুরের সাথে বেজায় বিরোধ হয় শান্তনু ঠাকুরের আর তারপরেই তিনি যোগ দেন বিজেপিতে ২০১৯এর লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্রে তিনি ভোটে দাঁড়ান তৃণমূল প্রার্থী মমতাবালাকে পরাজিত করেন শান্তনু ঠাকুর আগেই জানিয়েছেন মতুয়াদের স্বার্থ তাঁর কাছে বিজেপিরও আগে তাই সিএএ চালু না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি মতুয়াদের নাগরকিত্ব দেওয়ার জন্য অমিত শাহকে চিঠি পাঠান তিনি তবে করোনাকালে সিএএ যথার্থ নয় বলেই প্রতিত্তর জানান অমিত শাহ এছাড়াও বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের পরে এখনই সিএএ আশানুরুপ নয়

শেষ লোকসভা নির্বাচনের আগে মমতা বালার সঙ্গে চরম বিরোধিতার সাথে বিজেপি তে পা রাখে শান্তনু ভারতীয় জনতা পার্টির হয়ে ২০১৯ লোকসভা নির্বাচনে প্রথমবার বনগাঁ লোকসভার কেন্দ্রে দাড়ান এবং ৪৮.৮৫  শতাংশ ভোটে তৃণমূল প্রার্থী মমতাবালা কে পরাজিত করেন রাজনৈতিক মহল থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনের আগেই বিজেপি পাখির চোখ করে রেখেছিল মাতুয়া ভোটকে ঘটনাটিকে কেন্দ্র করে তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর বলেছেন, 'শান্তনুঠাকুর সাংসদ হওয়ার পরে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা পূরণ করতে পারেনি সংসদ-বিধায়ক হয়ে যদি কাজই না করতে পারি তাহলে মন্ত্রী বানিয়ে কি হবে? মন্ত্রী হলে ব্যক্তিগত শান্তনু ঠাকুরের লাভ হবে মতুয়াদের কোন লাভ হবে না

Post a Comment

Previous Post Next Post