সোমনাথ দাস : শুক্রবার সিন্দ্রনী গ্রাম পঞ্চায়েতের ১৪ সদস্যের উপস্থিতে প্রধান নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের সৌমেন ঘোষ। আড়াই বছর পরে সিন্দ্রনী গ্রাম পঞ্চায়েত দখল করায় তৃণমূল কংগ্রেস ব্যান্ড বাজিয়ে পটকা ফাটিয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়ে তৃণমূল সমর্থকরা ।
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ২৬ আসনের সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতে ১৫ সদস্যের
সমর্থন নিয়ে দখল করেছিল বিজেপি। তখন বিজিপির প্রধান হন লতিকা মন্ডল। এরপর লতিকা মন্ডলের
বিরুদ্ধে অনাস্থায় ১৪-০ ভোটে জয়ী হয় তৃণমূল। এদিন ভোট পক্রিয়ায় অংশগ্রহণ করেনি বিজেপি।
এই বিষয়ে সিন্দ্রানীর নবনির্বাচিত প্রধান সৌমেন ঘোষ বলেন আমাদের সদস্যরা আমাকে ১৪-০ ভোটে জয়ী করেছে আগামীতে তৃণমূল কংগ্রেসের
পঞ্চায়েত মানুষের জন্য কাজ করবে। যদিও প্রাক্তন প্রধান কোর্টের উপরে আস্থা রেখে বলেছেন,
কে প্রধান হয়েছে আমাদের জানা নেই।