পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ বনগাঁয় !

 


সুদীপ গুহ, বনগাঁ : বেশ কিছুদিন ধরেই পেট্রোপণ্যের মূল্য লাগামহীন। ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়ে নিজের ছন্দে পেট্রোল। পাশাপাশি সেঞ্চুরির পথে ডিজেলও। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রান্নার গ্যাসেরও। যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মধ্যবিত্ত শুরু করে সমাজের সকল স্তরের মানুষকে।

সারা রাজ্যের পাশাপাশি আজ উত্তর 24 পরগনার বনগাঁ তে বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শংকর আঢ্যের নেতৃত্বে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব ও তৃণমূল কর্মী-সমর্থকরা। উপস্থিত ছিলেন তৃণমূলের সঞ্জু মালাকার, অরিন্দম মুখার্জী ,পল্লব মিত্র সহ প্রমুখ নেতৃত্ব।

আজ কেন্দ্রের বিজেপি সরকারের লাগামছাড়া গ্যাস পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বনগাঁর মতিগঞ্জ পেট্রোল পাম্পের সামনে। মঞ্চ থেকে এদিন কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল নেতৃত্বরা। তারা ব্যানার ,ফেস্টুন গলায় ঝুলিয়ে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। প্রতীকী হিসেবে ব্যবহার করা হয় রান্নার গ্যাস কে।

বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শংকর আঢ্য মহাশয় বলেন, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃনমূল কংগ্রেসের সৈনিকরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে লড়ছে। আগামীদিন এর সুরহা না হলে তৃনমূল কংগ্রেস আরো বৃহত্তর আন্দোলন এ নামবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। এর পাশাপাশি বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতি তিনি  তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অবস্থান-বিক্ষোভ এর শেষে এদিন পেট্রোল পাম্পের সামনে বাইক  চালকদের চালকদের লাড্ডু ও গোলাপ ফুল দেওয়া হয় ।

Post a Comment

Previous Post Next Post