ঈশিতা সাহা : ভোটের আগে খুব শীঘ্রই চালু হতে চলেছে 'লক্ষীর ভান্ডার' প্রকল্প। আগামী দিনে রাজ্যে মহিলা ভোটকে নজরে রেখেই এই প্রকল্পের ঘোষণা। কবে ও কোথায় এই প্রকল্পের আবেদন করা যাবে তা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণ পড়ুয়াদের বিক্ষোভ, উত্তেজনা গোটা রাজ্যজুড়ে
কন্যাশ্রী, রূপশ্রী সাফল্যের কথা নজরে রেখেই সাধারণ মানুষের সুবিধার্থে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে এবার 'লক্ষীর ভান্ডার' কে প্রাধান্য দেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে এই প্রকল্প।
ভর উত্তোলনে মীরাবাই চানুর হাত ধরে টোকিও অলিম্পিকসে ভারতের প্রথম পদক জয়
এতদ্বারা ২৫- ৬০ বছরের মহিলারা
এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। এর ফলে রাজ্যে তপশিলি এবং আদিবাসী মহিলারা মাসে পাবেন ১০০০ টাকা ও সাধারণ
বিভাগের মহিলারা পাবেন ৫০০ টাকা। প্রকল্পের মূল উদ্দেশ্যই হলো, প্রত্যেক বাড়ির মহিলারা
যাতে নিজের মতো করে টাকাটা ব্যবহার করতে পারে। প্রতিমাসে মহিলাদের ব্যাংক একাউন্টে
টাকাটি সরাসরি পাঠিয়ে দেয়া হবে।
এই প্রকল্পের আবেদন জমা নেওয়া হবে দুয়ারের সরকার ক্যাম্পগুলিতে। দুয়ারে সরকার ক্যাম্প গুলি পুনরায় চালু হবে আগামী ১৬ ই আগস্ট থেকে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত। প্রয়োজনীয় নথিপত্র যাচাই এর মাধ্যমেই আবেদনপত্র জমা নেওয়া হবে।
তবে এক্ষেত্রে কিছু বাধ্যবাধকতার কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের পক্ষ থেকে যেসকল মহিলারা পেনশন বা ভাতা পেয়ে থাকেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। পাশাপাশি সরকারি চাকুরীজীবী মহিলারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। মূলত গতবারের সাফল্যের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর এই প্রকল্প ঘোষণা।