আট রাজ্যে বদলি রাজ্যপালের : বড়ো সিদ্ধান্ত কেন্দ্রের

আট রাজ্যে বদলি রাজ্যপালের : বড়ো সিদ্ধান্ত কেন্দ্রের

রিয়া গিরি, দিল্লি : আট রাজ্যে বদলি হলো রাজ্যপালের। কিন্তু, বঙ্গে রাজ্যপালের সিংহাসনের কোন রদবদল হয়নি। দীর্ঘ সময় ধরে রাজ্যপালের বদলির দাবি জানিয়ে ও কোনো ফল হয়নি।মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের বিতর্ক প্রায়শই হয়ে আসছে। সেটা ট্যুইট ঘিরে হোক, কিংবা কোনো অনুষ্ঠান সভার বক্তব্যকে ঘিরে হোক না কেনো। তার সাথে সাথে রাজ্যে রাজ্যপালের কার্য বিরোধিতার কথা শোনা গেলেও তার ফল মেলেনি শাসকদলের।

কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠনের আগেই বড় পদক্ষেপ গ্রহণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আটটি রাজ্যের নতুন রাজ্যপাল নিয়োগ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। ৪ রাজ্যপালকে ইতিমধ্যেই বদলি করা হয়েছে। তারমধ্যে

কর্ণাটক, হরিয়ানা, মিজোরাম, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড,ত্রিপুরা ,গোয়া ও হিমাচল প্রদেশের মত রাজ্য গুলি খুব শীঘ্রই নতুন রাজ্যপালের দায়িত্বভার পাচ্ছে।

সাধারণত এই পদক্ষেপের মাধ্যমে পিছিয়ে পড়া ওবিসি সম্প্রদায়, তপশিলি জাতি থেকে রাজ্যপালের দায়িত্ব দেওয়া হচ্ছে অনেককেই। প্রথম নাম হল থোয়ার চাঁদ, যিনি বিজেপির শীর্ষ এন সি নেতা হিসেবে পরিচিত ছিলেন। উপজাতি সম্প্রদায়ের থেকে প্রতিনিধিত্ব লাভ করছেন মধ্যপ্রদেশের রাজ্যপালের দায়িত্ব পেয়েছেন মঙ্গু ভাই ছাগল ভাই প্যাটেল।তিনি আদিবাসী সম্প্রদায়ের জন্য দীর্ঘদিন ধরেই কাজ করে আসছেন। ওবিসি র পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে ফাগু চৌহান। ঝাড়খণ্ডের রাজ্যপাল হতে চলেছেন রমেশ বাইস।

পশ্চিমবঙ্গে রাজ্যপাল বদলির জন্য আবেদন জানিয়ে ও কোন ফল পাননি রাজ্য। এই প্রসঙ্গে রাজ্যপালকে মূল কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন কুনাল বন্দ্যোপাধ্যায় যদিও এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান রাজ্যপালের স্থায়িত্বকাল শেষ হলেই, রাজ্যপালের বদলি হবে। সেই প্রসঙ্গে কেন্দ্র কিংবা রাজ্য বিজেপির কোনো হাত নেই।

Post a Comment

Previous Post Next Post