৪৮ লক্ষ টাকায় মিলবে ইউরো কাপের ফাইনাল ম্যাচের টিকিট

 


অম্লিতা দাস : রবিবার ইংল্যান্ড বনাম ইটালির ফাইনাল ম্যাচকে স্টেডিয়ামে দেখতে হলে দিতে হবে মাত্র ৪৮লক্ষ টাকা। বৃহস্পতিবার এমনই দাম উঠল ফাইনাল ম্যাচের টিকিটের।

ইউরো কাপের সেমিফাইনালে ডেনমার্কের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয়ের পর হ্যারি কেনদের ফাইনালে আসা। আর সেই ম্যাচ নিয়েই উচ্ছসিত জনগণ। নেট মাধ্যমে দেখা গেল টিকিটের এই আকাশ ছোঁয়া দাম। এই ম্যাচের আনন্দ নিতে অনেকেই স্টেডিয়ামের টিকিটের আশায় আসছেন তবে উয়েফার সাইটে থাকা সমস্ত টিকিটই বিক্রি হয়ে গেলে আশাহত হন অনেকেই। কিন্তু এরই মধ্যে নেট দুনিয়ায় সন্ধান পাওয়া যায় কিছু টিকিটের। টিকিটের মালিক কোনো কারণে যা বিক্রি করে দিতে চান। সেই টিকিটের মূল্য ছিল ২৬ হাজার টাকা। যা বৃহস্পতিবার আকাশ ছুঁয়েছে। ২৬ হাজার টাকার টিকিটের দাম পৌঁছেছে ৪৮লক্ষ টাকায়।

লাইভ ফুটবল টিকিট নামক এক ওয়েবসাইটে টিকিট পাওয়া যাচ্ছে ৩৫ লক্ষ ৩১ হাজার টাকায়। তবে উয়েফা সন্দেহ করছে এই নেটমাধ্যমেই বিক্রি হচ্ছে বেশ কিছু নকল টিকিট। সেইদিকে নজর রাখছেন তারা। লাখ লাখ, হাজার হাজার টাকা দিয়ে নকল টিকিট কিনলে দর্শকদের কোনো লাভ হবেনা। আসল টিকিট ছাড়া কেউই স্টেডিয়ামে ঢোকার অনুমতি পাবেন না। ইতিমধ্যেই টুইটারে এক ব্যক্তি জানিয়েছেন তিনি এই জালের শিকার হয়েছেন। ২৮ লক্ষ ২৫ হাজার টাকা দিয়ে নকল টিকিট পেয়েছেন তিনি।

রবিবার ইংল্যান্ড বনাম ইটালির এই ম্যাচ হবে ওয়েম্বলির মাঠে। মাঠে দর্শক আসন ৯০ হাজার। অনুমান করা হচ্ছে রবিবার দর্শক সংখ্যা হবে প্রায় ৬৭,৫০০। তবে এখনও অনুমতি মেলেনি সরকারের থেকে।

Post a Comment

Previous Post Next Post