তৃতীয় ঢেউ এর প্রভাব পড়তে পারে রাজ্যের গ্রামগুলিতে, আগাম সর্তকতা জারি করা হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর গুলিতে

তৃতীয় ঢেউ এর প্রভাব পড়তে পারে রাজ্যের গ্রামগুলিতে-আগাম সর্তকতা জারি করা হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর গুলিতে

রিয়া গিরি : তৃতীয় ঢেউয়ের শুরু হতে না হতেই বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন তৃতীয় ঢেউয়ের সংক্রমণ বেশি পরিমাণে প্রভাব ফেলতে পারে, রাজ্যের গ্রামগুলিতে। এর আগেই বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, এর প্রকোপ বেশি প্রভাব ফেলবে শিশুদের ওপর।কলকাতাসহ রাজ্যের প্রধান শহরগুলিতে প্রথম ও দ্বিতীয় দিনে বহু মানুষ ইতিমধ্যে সংক্রমিত এবং নতুন করে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে দিন দিন।

ইতিমধ্যে, রাজ্যের বেশ কয়েকটি জেলা ও স্বাস্থ্য জেলায় সংক্রমণ বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তা রয়েছে স্বাস্থ্য কর্তাদের। শহরের তুলনায় গ্রামাঞ্চলে টিকাকরণের পরিমাণ কম চলছে। তাই চিন্তা আরো বেশি পরিমাণে বেড়েছে। গ্রামীণ এলাকায় বেসরকারি হাসপাতালের সংখ্যাও কম।তাই টিকাদান কম পরিমাণে চলছে। স্বাস্থ্য দপ্তরের খবর, বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা, ঝাড়গ্রাম, মেদিনীপুর মিলে এই কয়েকটি এলাকায় সংক্রমণ লাগাতার অন্যান্য জায়গা তুলনায় বেশি পরিমাণে বাড়ছে।উত্তরবঙ্গের মধ্যে রয়েছে দার্জিলিং। যেখানে সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে।সংক্রমনের খুঁটিনাটি দিক যাতে এড়িয়ে না যায়, প্রতিটি মুহূর্তে সর্তকতা জারি করেছে স্বাস্থ্য দপ্তর গুলি।মাক্স, দূরত্ব বৃদ্ধি ইত্যাদি করোনা মোকাবিলার প্রধান হাতিয়ার গুলি মানার ব্যাপারে কড়াকড়ি করতে বলা হয়েছে প্রশাসনকে।

প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বহু জায়গাতে এখনো পর্যন্ত টিকাকরণ শুরু করা হয়নি বলে স্বীকার করেছে রাজ্য হেলথ ডিরেক্টরের টিকাকরণের শীর্ষকর্তা অসীম দাস মালাকার ও।গ্রামীণ জনঘনত্বের এলাকায় টিকাকরণ চলছে তুলনামূলকভাবে বেশি অবশ্য কোথাও বা টিকাকরণে প্রাধান্য দেওয়া হবে, সেটা স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত করে। জেলা স্বাস্থ্য অধিকর্তা ডঃ অজয় চক্রবর্তী স্বীকার করেছেন জেলা ও স্বাস্থ্য জেলা মিলিয়ে বেশ কয়েকটি জায়গায় সংক্রমণ দিন দিন বেড়ে চলেছে। স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনকে সেই বিষয়ে আগাম সর্তকতা জারি করেছেন বিশেষজ্ঞরা।



Post a Comment

Previous Post Next Post