রিয়া গিরি : দীর্ঘদিন বামশাসনের পর নিজের একটা ভালো জায়গা করে নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ লক্ষেরও বেশি বুথ দখল করেছেন তিনি। সাফ করেছেন অন্যান্য দলগুলিকে ও। অবশেষে তিনি রাজ্যের বাইরে জাতীয় স্তরে নিজের আসন দখলের জন্য বড় সিদ্ধান্ত নিতে চলেছেন ভার্চুয়াল স্ক্রিনেই।
২০২১ এর নির্বাচনে সকলেই টের পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কতটা ঝাঁপিয়ে পড়তে পারেন।তার এই মানসিকতা কে কাজে লাগিয়ে
জাতীয় স্তরে, নিজেদের আস্তানা গড়ে নিতে চলেছে তৃণমূল সরকার। পাখির চোখ ২০২৪ সালের
লোকসভা নির্বাচন। তার এই সিদ্ধান্তই আবার ও শোনা যাবে ভার্চুয়ালি ভাষণের মাধ্যমে।
ইতিমধ্যেই, প্রতিটি বুথে স্ক্রিনের সামনে অপেক্ষা করছেন তার অনুগামীরা। এ বছরের ২১ জুলাই এর সমাবেশটি বাংলার শাসক দলের পক্ষ থেকে শক্তি প্রদর্শন নয়, বাংলার বাইরে নিজেদের আস্তানা গড়ে তোলার উদ্দেশ্য। উত্তরপ্রদেশ গুজরাট ইতিমধ্যেই তৈরি শহীদ দিবসে উপলক্ষে।এই সমাবেশের অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে নিজের বার্তা ছড়িয়ে দিতে চলেছেন তৃণমূল নেত্রী।
শুধুমাত্র বাংলা ভাষায় নয়, বিভিন্ন ভাষায় প্রচার হবে তার বক্তব্য।সবার ওপরে নাম রয়েছে মোদি রাজ্য গুজরাট এর যেখানে ৩২ টি জেলায় পঞ্চাশটি জায়েন্ট ক্রীন লাগিয়ে মমতার ভাষণ শোনানো হবে, এছাড়াও রাজধানীতেও ক্রিন লাগানো হয়েছে।তামিলনাড়ু উত্তর-পূর্বের রাজ্য অসম ত্রিপুরাতেও থাকবে ২০২৪ লক্ষ্যভেদের জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা। সব মিলিয়ে শহীদ দিবসের দিনটিকে তিনি হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন ২০২৪ এর লোকসভার জন্য।