সার্বভৌম সমাচার : বেশকিছু দিনে বারংবার সমালোচনার মুখে পড়তে হচ্ছে আলিপুরদুয়ারের বিজেপি এমপি জন বারলাকে। তবে এবারে রাজনৈতিক পরিস্থিতি উদ্বিগ্ন হয়ে পড়েছে।
অভিযোগ উঠেছে, অভিযুক্ত মহিলার ধর্ষণ কাণ্ড ধামাচাপা দেওয়া ও তার বিনিময় লক্ষাধিক টাকা নেওয়া। এরপর এক আদিবাসী মহিলাকে ধর্ষণ করার অভিযোগে বানারহাট থানার পুলিশ জণ বারলা 'ঘনিষ্ঠ' ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এবার বিজেপি সাংসদ বারলার এক 'ঘনিষ্ঠ'' এর সঙ্গে বানারহাট এওই আদিবাসী মহিলার কথোপকথনের অডিও ফাঁস হয়ে হওয়ায় ঘটনাটি জুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় উত্তরবঙ্গে।
বানারহাট এ আদিবাসী মহিলার নির্যাতনের ভিত্তিতে ওই ঘনিষ্ঠ ব্যবসায়ী জয়চাঁদ আগারওয়াল কে পুলিশ হেফাজতে নেওয়া হয়। জানা গেছে, জেলা আদালতে পুলিশের পাঠানো রিপোর্টে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলার নাম উঠে এসেছে। পুলিশ সূত্রে খবর, ২০০৮ সালে অভিযোগকারী মহিলাকে শারীরিক হেনস্থা করেন ধৃত ব্যবসায়ী। এরপর ২০২০ সালে বিজেপি সাংসদ জন বারলার কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান তিনি।
বৃহস্পতিবার যে অডিও ক্লিপিং জলপাইগুড়িতে প্রকাশ হয়েছে, তাতে নির্যাতিতা সঙ্গে টাকা নিয়েই বার্তালাপ শোনা যায়। পাশাপাশি এই একই ঘটনায় আরেকটি অডিও ক্লিপিং প্রকাশ্যে নিয়ে আসেন বিজেপির প্রাক্তন সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। অডিওতে একদিকে নির্যাতিতা মহিলা অন্যদিকে এক পুরুষ কন্ঠের আওয়াজ পাওয়া যায়।
এবার ১.৬ কোটি টাকার জমি প্রতারণার মামলা দায়ের শিল্পা শেট্টির মায়ের
নির্যাতিতার অভিযোগ ওই পুরুষকন্ঠ টি বিজেপি সাংসদ এর ঘনিষ্ঠ ব্যবসায়ীর।
অডিও টি চলছিল হিন্দিতে। প্রথমে নির্যাতিতা মহিলার কাছ থেকে দু লক্ষ টাকার দাবি করা হয়। টাকা আদায়ের পাশাপাশি ওই মহিলাকে ভবিষ্যতে সাহায্য ও পাশে থাকার কথা শোনা যায়।
অডিও ক্লিপিং প্রকাশ্যে এনে গঙ্গাপ্রসাদ বাবু জানিয়েছেন, অডিও টি থেকে এটাই প্রমাণিত হয় যে নির্যাতিতা মহিলার ঘটনা ধামাচাপা দিতেই জণ বারলা ওই ব্যবসায়ী থেকে টাকা নিয়েছেন। একজন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী হয়ে এরকম কাজ তিনি কি করে করতে পারেন!
১০০ মিটার বাটারফ্লাইয়ের হিটে দ্বিতীয় হয়েও সেমিতে নেই ভারতের সজন
তিনি দাবি করে জানান, বিষয়টির পুলিশ খতিয়ে দেখুক। গঙ্গাপ্রসাদ বাবুর সাংবাদিক বৈঠকের পর জবাবদিহিতে এদিন জেলার বিজেপির সভাপতি জয়ন্ত রায় একটি বৈঠক করেন। জয়ন্ত বাবু দাবি করেন, ওই অডিও ক্লিপিং এ এমপির কোনও কন্ঠস্বর শোনা যায়নি। সুতরাং এভাবে কোনো অভিযোগ দায়ের হয় না। বিষয়টিকে তিনি তৃণমূলের রাজনৈতিক চক্রান্ত বলে জানিয়েছেন।