অম্লিতা দাস , দিল্লী : নিজের বাড়িতেই খুন হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঙ্গরাজন কুমারমঙ্গলমের স্ত্রী কিট্টি কুমারমঙ্গলম। মঙ্গলবার গভীর রাতে খুনের ঘটনাটি তাঁদের বাড়িতেই ঘটে। দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্ত বিহারের বাড়িতে খুন করা হয়েছে তাঁকে। অভিযুক্ত তিন জন। ইতিমধ্যে পুলিশ একজন অভিযুক্তকে গ্রেফতার করেছেন।
কিট্টি কুমারমঙ্গলমের বয়স হয়েছিল ৬৮বছর। তিনি ছিলেন পেশায় একজন আইনজীবী। তার মৃত্যুতে অভিযুক্ত রাজু লক্ষ্মণ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ডাকাতি করার উদ্দেশ্যে নিয়েই রাজু লক্ষ্মণ সহ আরো দুই ব্যক্তি সেদিন বাড়িতে আসে। রাজু লক্ষ্মণ তাঁর বাড়িতে ধোপার কাজ করত। দিল্লির পুলিশ কমিশনার অনুমানিক ভাবে জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯টায় দুই সঙ্গী নিয়েই রাজু লক্ষ্মণ তাঁদের বাড়িতে আসে। কিট্টি কুমারমঙ্গলম বাড়িতে থাকলেও বাড়িতে ছিল তাঁদের পরিচারিকাও। পরিচারিকাকে একটা ঘরে বন্ধ করে দেন তারা। তারপরেই নিজেদের লক্ষ্যে ডাকাতি শুরু করে বাড়িতে। সেই সময়েই কিট্টি কুমারমঙ্গলমকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে তারা।