সার্বভৌম সমাচার : ক্রমশ বাড়ছে মুকুটমনিপুর জলাধারে জলের স্তর। জলাধারের জলস্তর বৃদ্ধি পাওয়ায় গতকাল রাত ৯ টা থেকে কংসাবতী নদী পথে জল ছাড়া শুরু করে কংসাবতী কর্তৃপক্ষ। শুরুতে ৭৩০০ কিউসেক জল ছাড়া হলেও ধীরে ধীরে সেই মাত্রা বাড়িয়ে ১০০০০ কিউসেক করা হয়েছে।
মাওবাদীদের দখলে স্টেশন, বদ্ধ ট্রেন চলাচল
জানা গিয়েছে, ভারী বৃষ্টির জেরে মুকুটমনিপুর জলাধারে জলের স্তর বৃদ্ধি পাচ্ছে। গতকাল রাত্রের রিপোর্ট অনুযায়ী জলাধারে জলের লেবেল ছিল ৪৩২ ফুট। ব্যাপক হারে জলাশয়ে জল ঢুকে
সেই লেবেল পৌছেছে ৪৩৫ ফুট।
যেহেতু জলাধারে প্রচুর পরিমানে জল প্রবেশ করছে সেই কথা মাথায় রেখে ধীরে ধীরে জল ছাড়ার মাত্রা বাড়ানোর কথা ভাবছে কংসাবতী কর্তৃপক্ষ।
Tags:
জাতীয়