অম্লিতা দাস : আইনি জটিলতায় আটকে করোনা টিকা। আমেরিকা থেকে ভারতে টিকা সরবরাহ স্থগিত রয়েছে এখন। ভারত সংকেত দিলেই টিকা পাঠানো হবে বলে জানাল আমেরিকা।
টিকার সংখ্যা কমেছে দেশে। বিশ্বের দেশগুলিতে ৮কোটি প্রতিষেধক পাঠানোর ঘোষণা করেছে আমেরিকা। আমেরিকার থেকে ভারত ৩০-৪০ লক্ষ মডার্না ও ফাইজার টিকা পেতে পারে। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেদ প্রিন্স জানিয়েছেন, পাকিস্তান, নেপাল, ভুটান প্রমুখ জায়গায় প্রতিষেধক পাঠালেও কিছু আইনি জটিলতায় ভারতে প্রতিষেধক পাঠানো যাচ্ছেনা। তিনি আরো জানিয়েছেন, "আমরা টিকা পাঠানোর জন্য তৈরি। ভারত সরকারের থেকে সবুজ সঙ্কেত পেলেই আমরা পাঠিয়ে দেব।" ইতিমধ্যে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিজিসিআই) ভারতকে মডার্না ব্যবহারের ছাড়পত্র দিয়েছে। কিন্তু ফাইজারের ছাড়পত্রের জন্য এখনও আবেদন করেননি ভারত।
নেদ প্রিন্স জানান, "টিকা পাঠানোর আগে প্রত্যেক দেশকে নিজস্ব আইনি প্রক্রিয়া, নিয়ন্ত্রক সংস্থার সম্মতি, কার্যপ্রণালী নির্দিষ্ট করে ফেলতে হয়। ভারতের ক্ষেত্রেও বিষয়টি সত্য।" আইনি জটিলতা শেষ হলে ভারতের কাছেও পৌঁছাবে প্রতিষেধক।