রিয়া গিরি : বুধবার উত্তরপ্রদেশের কঞ্চৌশি স্টেশনে মদ্যপান করে চেয়ারে বসেই, নাক ডেকে ঘুমিয়ে পড়েন স্টেশন মাস্টার অনিরুদ্ধ কুমার। দেড় ঘন্টা পর্যন্ত বন্ধ হয়ে পড়ে দিল্লি হাওড়া রুটের সমস্ত ট্রেন চলাচল।
সূত্রের খবর,বার বার ফোন করেও পাওয়া যায়নি সহকারী স্টেশন মাস্টার অনিরুদ্ধ কুমারকে। মদ্যপ অবস্থায় গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলেন তিনি। সবুজ সঙ্কেত না পেয়ে একাধিক স্টেশনে আটকে পড়ে থাকে এক্সপ্রেস ট্রেনগুলি।
ঘটনাটি ঘটে রাত ১২ টা ১০ মিনিট থেকে প্রায় দেড় ঘন্টা পর্যন্ত। সহকারী স্টেশন মাস্টার এর সবুজ সংকেত না পেয়ে দাঁড়িয়ে থাকে সঙ্গম এক্সপ্রেস, ফারাক্কা এক্সপ্রেস, মগধ এক্সপ্রেস ওবৈশালী এক্সপ্রেস সহ একাধিক ট্রেন গুলি। বারবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। পরিস্থিতি বেগতিক দেখে রেলের উচ্চপদস্থ কর্তারা স্টেশনে ছুটে আসেন ঘটনাটি চাক্ষুষ করতে। তারা জানান, নিজের কেবিনে চেয়ারে বসেই নাক ডেকে ঘুমোছিলেন স্টেশন মাস্টার অনিরুদ্ধ কুমার।
সবকিছু সামলে ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রায় রাত ২ দুটো বেজে যায়। সেই পরিস্থিতি কোনো মতে সামাল দেন স্টেশনমাস্টার বিশ্বম্ভর। ইতিমধ্যেই অনিরুদ্ধএর বিরুদ্ধে চার্জশিট তৈরি করা হয়েছে, এবং সেই সময় সে মদ্যপ অবস্থায় ছিল কিনা তার পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ল্যাব রিপোর্টে তা প্রমাণিত হলে, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।