সংগীতশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া সংগীত জগতে

সংগীতশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া সংগীত জগতে
সার্বভৌম সমাচার : কোডিড কেড়ে নিল সংগীত জগতের শিল্পী বর্ণ চক্রবর্তীর কে। তাঁর বয়েস হয়েছিল ৩৫ বছর। শনিবার রাত ১০:৪০ এর দিকে রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্রে খবর, ৭ দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তাঁর মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে আসে সংগীতজগতে। সোশ্যাল মিডিয়ায় সংগীতশিল্পী সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার দুঃখ প্রকাশ করেছেন।

১৯ শে এপ্রিল বর্ণ এর প্রথম একক অ্যালবাম "বোকা পাখি" প্রকাশ পেয়েছে। ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে তাঁর অ্যালবামটি উন্মোচন করেন তিনি স্বয়ং। ফেসবুকেও সক্রিয় থাকতেন তিনি। তাঁর গানের লাইভ ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন একাধিক বার। গায়ক হিসাবে তার পরিচিত বাদেও,  ২০১২ সাল থেকে সংগীত ভিডিও, নাটক, বিজ্ঞাপন এবং ডকুমেন্টারি তৈরিতেও জড়িত ছিলেন বর্ণ। হাসপাতাল সূত্রে জানা গেছে, সংগীতশিল্পীর দেহ এখন হাসপাতালে রয়েছে, তার ভাই ও স্ত্রীর হাসপাতালের আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে শেষকৃত্যের বিষয়ে।

The-shadow-of-mourning-over-the-death-of-the-musician-in-the-world-of-music


Post a Comment

Previous Post Next Post