১৫ই আগস্ট পর্যন্ত রাজ্যে বহাল করোনা বিধি, এবারও বন্ধ লোকাল ট্রেন

The-rule-will-not-be-enforced-in-the-state-till-August-15-Local-trains-will-be-closed-again

অম্লিতা দাস : রাজ্যে কোভিডের নিয়ন্ত্রণবিধির মেয়াদ বাড়ল ১৫ই আগস্ট পর্যন্ত। এর সাথেই রাজ্য সরকার বেশ কিছু নিয়ম যুক্ত করেছেন। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিবদের পক্ষ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা। ৩১শে জুলাইয়ের পর থেকেই এই নতুন নিয়ম মেনে চলা হবে। 

নয়া নির্দেশিকায় লোকাল ট্রেন চালু করার সম্পর্কিত কোনো তথ্য না থাকায় ১৫ই আগস্ট পর্যন্ত লোকাল ট্রেন বন্ধ থাকছে বলেই মনে করা হচ্ছে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে না থাকার নির্দেশ বহাল থাকবে। সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। রুদ্ধদ্বারে ৫০% দর্শক নিয়ে করা যাবে সরকারি অনুষ্ঠান। গত ১৪ই জুলাইয়ের জারি করা নিয়ন্ত্রণ বিধি ছিল ৩০শে জুলাই পর্যন্ত। বৃহস্পতিবার জারি করা নিয়ন্ত্রণ চলবে ১৫ই আগস্ট পর্যন্ত। জানা যাচ্ছে, করোনার তৃতীয় ঢেউয়ের সাননে সতর্ক ও সুস্থ থাকতেই জারি করা হয়েছে এই নয়াবিধি। লোকাল ট্রেন চালু না হলেও জরুরি অবস্থার জন্য পেট্রল স্পেশ্যাল পরিষেবা জারি থাকবে। 

চকলেটের প্রলোভনে ডেকে এনে শিশুকে ধর্ষণ, উত্তপ্ত হাওড়ার ডোমজুড়

আগের মতই মাস্ক ও স্যানিটাইজারের সাথে করা সচেতনতা মানতে হবে সকলকেই। নির্দেশিকায় টিকাকরণের প্রতি জোর দিতে বলা হয়েছে। কর্মীদের টিকাকরণ ও কর্মক্ষেত্র জীবাণুমুক্ত করার ক্ষেত্রে উদ্যোগ নিলেও বলা হয়েছে। এই নির্দেশিকা অমান্যকারীদের ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post