প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯৭.৬৯ শতাংশ

The-results-of-the-higher-secondary-were-published

সায়ন ঘোষ : প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। করোনা পরিস্থিতির কারনে মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি এবার। সেই জন্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে মূল্যায়ণের বিকল্প পদ্ধতিতে  ব্যবস্থা করা হয়েছিল। 

এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ্য ১৯ হাজার ২০২ জন। পাশের হার ৯৭.৬৯ শতাংশ। প্রথম থেকে দশের মধ্যে আছেন ৮৬ জন পরীক্ষার্থী। পরীক্ষা না হওয়ায় এবছর প্রকাশিত হয়নি কোনো মেধা তালিকা। ৯০-১০০ নম্বর পেয়েছেন ৯০১৩ জন পরীক্ষার্থী। ৬০ শতাংশ পরীক্ষার্থী প্রাতগম বিভাগে আছে। এছাড়াও বিজ্ঞান বিভাগে ৯৯.২৮%, কলা বিভাগে ৯৭.৩৯% এবং বানিজ্য বিভাগে ৯৯.৮%। প্রথম হয়েছেন মুর্শিদাবাদ জেলার ছাত্রী কান্দির রুমানা সুলতানা, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৯।

বৃহস্পতিবার ৩ টেই আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। বিকেল ৪ টে থেকে ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা৷ অ্যাডমিট কার্ড না থাকায় রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা। নিম্নলিখিত ওয়েবসাইট...

wbresults.nic.inwbbse.wb.gov.inwbchse.nic.in

তবে এই নম্বরে কোনো পরীক্ষার্থী সন্তুষ্ট না হলে, তারা পর্ষদে আবেদন করতে পারে ৷ ২৩ জুলাই শুক্রবার সকাল ১১টা থেকে প্রত্যেকটি স্কুল থেকে মার্কশিট, সার্টিফিকেট সহ অ্যাডমিট কার্ডও দেওয়া হবে বলে জানিয়েছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।



Post a Comment

Previous Post Next Post