শ্রমণ দে : শেষ ওভারে দরকার ৩৫ রান। এমন অবস্থায় অসম্ভব ভেবে অনেক সমর্থকই হয়তো আশা ছেড়ে দেবেন। তবে সেই অসম্ভবকেও যে সম্ভব করা যায় তা বুঝিয়ে দিলেন এক আইরিশ ব্যাটসম্যান।
আয়ারল্যান্ডের ক্লাব ক্রিকেটে ক্রেগাহ এবং ব্যালিমেনার ম্যাচে এমনই ঘটল। এলভিএস টি২০ ট্রফির ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচে শেষ ওভারের আগে অবধি জয়ের পথে ছিল ক্রেগাহ। কিন্তু শেষ ওভারে সব হিসেব পাল্টে দিলেন ব্যালিমেনারের জন গ্লাস।
ফাইনাল ম্যাচে দলের অধিনায়ক ছিলেন জন। তিনি করেন অপরাজিত ৮৭ রান। স্বাভাবিক ভাবেই ম্যাচের সেরার পুরস্কারও তাঁর দখল।
Tags:
খেলার খবর