আন্তর্জাতিক বাজারে নিষিদ্ধ পণ্যের রমরমিয়ে বাজার বাড়ছে ভারতে

আন্তর্জাতিক বাজারে নিষিদ্ধ পণ্যের রমরমিয়ে বাজার বাড়ছে ভারতে

রিয়া গিরি : বাজারে প্রতিদিনের প্রয়োজনীয় সামগ্রী গুলি কতটা ক্ষতিকর হতে পারে তা সাধারন মানুষের কল্পনার বাইরে। বাজারে বিক্রি করা সামগ্রি গুলি মানদণ্ডে উর্ত্তীন্ন হলে তবেই ব্যবহারের যোগ্য হয়, তবে ভারতের বাজারে এমন কিছু জনপ্রিয় সামগ্রী আজও বিক্রি হয়ে যাচ্ছে যেগুলো আন্তর্জাতিক বাজারে মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেনি।

সাবান, তেল থেকে শুরু করে বাচ্চাদের জনপ্রিয় খাদ্যের প্যাকেট মানব দন্ডের বিচারে উত্তীর্ণ না হলেও ঘরে ঘরে ঠাঁই নিয়ে নিয়েছে। এই তালিকায় রয়েছে বেশ কয়েকটি পছন্দের জিনিস লাইভবয় সাবান, কিন্ডারজয় থেকে শুরু করে মাথা ধরার ওষুধ হিসেবে ডিসপ্রিন। যা আজও ভারতের বাজারে বিক্রি হচ্ছে। যেগুলি আন্তর্জাতিক মানদণ্ডে উর্ত্তীন্ন হতে পারেনি,তা সত্ত্বেও ভারতের বাজারে এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি সেগুলো।

মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলিতে শিশুদের পছন্দের কিন্ডারজয় কে অনেক আগেই বাজার থেকে সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু ভারতবর্ষে তার চিত্রটা পুরো আলাদাই, ভারতের শিশুদের অত্যন্ত পছন্দের জিনিস হল কিন্ডার জয়। যার বিজ্ঞাপন দিন দিন টেলিভিশনে বেড়েই চলেছে, সাথে বিক্রিও। ২০১৭ সালে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র বাজারে বিক্রি করার অনুমতি দিয়ে দেয়। জনপ্রিয় সাবানের মধ্যে লাইফবয় সাবান অনেক প্রথম থেকেই ভারতের প্রতিটি বাড়িতে জায়গা করে নিয়েছে, তবে আমেরিকায় এই সাবান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।কারণ হিসাবে বলা হয়েছে, এই সাবানের উপাদান নাকি কোয়ালিটির বিচারে অত্যন্ত নিম্নমানের তাই সেগুলি আমেরিকার বাজার থেকে বাতিল করা হয়েছে। তবে ভারতবর্ষে সাবানের তালিকা গুলির ওপরে ঠাঁই পায় এই সাবান। যা ভারতের বাজারে আজও রমরমিয়ে চলছে এই  বেচাকেনা।



Post a Comment

Previous Post Next Post