সুদীপ গুহ : চলে গেলেন প্রবীণ অভিনেতা দিলীপ কুমার। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে আজ সকাল 7:30 মিনিটে প্রয়াত হন 98 বছর বয়সি এই প্রবীণ অভিনেতা। দিলীপ কুমার তার সময়কালে ছিলেন বলিউডের একজন শ্রেষ্ঠ অভিনেতা। ভারতীয় অভিনেতা হিসেবে সর্বোচ্চ পুরস্কার লাভ করার জন্য গিনেস বুকে তার নামও দেখা যায়। 1944 সালে "জোয়ার ভাটা" চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচিত্র জগতে তিনি পদার্পণ করেন । তার আসল নাম মোহাম্মদ ইউসুফ খান। তিনি তাঁর জীবনদশাই বিভিন্ন বৈচিত্র্যময় ছবিতে অভিনয় করেন ।এগুলির মধ্যে অন্যতম- "দেবদাস", "মুঘল-ই-আজম", "গঙ্গা-যমুনা" প্রভৃতি । দিলীপ কুমার অভিনেত্রী বৈজয়ন্তিমালার সাথে সবচেয়ে বেশি সংখ্যক ছবিতে কাজ করেন। অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন চিত্রপ্রযোজক ও একজন রাজনীতিবিদ।এই বিবিধ প্রতিভার অধিকারী অভিনেতাকে 1991 সালে ভারত সরকার "পদ্মভূষণ" এবং 1994 সালে "দাদাসাহেব ফালকে" পুরস্কারে সম্মানিত করা হয়। এখনো পর্যন্ত তিনি সর্বোচ্চ 8 বার ফিল্মফেয়ার পুরস্কার পান। দিলীপ কুমারের প্রয়াণে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।