অম্লিতা দাস : চলতি বছরে উচ্চমাধ্যমিকে মূল্যায়নের মাধ্যমে নির্ধারিত ফলাফলে ক্ষুব্ধ একাধিক পড়ুয়া। এবার এই বিষয় উদ্যোগী হলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সোমবার সংসদের পক্ষ থেকে এই নিয়েই জারি হল নির্দেশিকা।
চলতি মাসেই প্রকাশিত হয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল। এই বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বাতিল হলে মূল্যায়নের মাধ্যমে ফলাফল প্রকাশিত হয়। ফলাফল অনুযায়ী মাধ্যমিকে পাশের হার একশো শতাংশ ও উচ্চমাধ্যমিকের ফেল হয় ৩ শতাংশ পড়ুয়া। এছাড়াও মূল্যায়নেও অনেকে কম নম্বর পেয়েছে বলে দাবি জানান একাধিক পড়ুয়ারা।
দাদুর টানে কাঁটাতার পেরিয়ে ভারতের মাটিতে কিশোর
উচ্চমাধ্যমিকের কম নম্বরের জন্য রাজ্যের একাধিক অঞ্চলে শুরু হয়েছে বিক্ষোভ। সোমবার নির্দেশিকা জারি করে সংসদ এই বিষয় আলোচনার জন্য ২৯ শে জুলাই সমস্ত স্কুল কর্তৃপক্ষকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক দফতরে ডেকেছেন। সমস্ত ছাত্রছাত্রী যারা তাদের নম্বরে অসন্তুষ্ট তাদের ৩০ শে জুলাই স্কুল কতৃপক্ষের সাথে দেখা করে তাদের অভিযোগ জানাতে বলেছেন।
একাধিক অঞ্চলে ফেল করা পরীক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে স্কুলের সামনে বিক্ষোভ শুরু করেছেন। এমন ছবি দেখা যাচ্ছে রাজ্যের একাধিক স্কুলগুলিতে। তাই সকলের অভিযোগ শুনতে নির্দিষ্ট নির্দেশিকা জারি সংসদের।