জম্মু-কাশ্মীরের বড়োসড়ো সাফল্য ভারতীয় সেনাবাহিনীর



সুদীপ গুহ : জম্মু-কাশ্মীরে  বড়োসড়ো সাফল্য পেলো ভারতীয় সেনাবাহিনী। গত 24 ঘণ্টায় জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সাথে গুলির লড়াই - নিহত হয় 5 জঙ্গি গতকাল দক্ষিণ কাশ্মীরের কুলগামের জোদারে সেনা - জঙ্গির গুলির লড়াই - নিহত হয় দুই জঙ্গি। অন্যদিকে পুলওয়ামায় এনকাউন্টারে আরো দুইজনের মৃত্যু হয়। এর পাশাপাশি কুপওয়ারা জেলায় সেনাবাহিনীর সাথে গুলির লড়াই - নিহত হন হিজবুল মুজাহিদীন  কমান্ডার মেহেরাজ উদ্দিন

প্রসঙ্গত উল্লেখ্য, গত 5 বছর আগে 2016 সালের 8 জুলাই ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াই - নিহত হন হিজবুল মুজাহিদীন -এর কমান্ডার বুরহান ওয়ানির। তারপর থেকে প্রতিবছর এই দিনটিতে জঙ্গিরা আক্রমণ চালানোর পরিকল্পনা করে এবারে তা বাঞ্চাল করল সেনাবাহিনী

 কাশ্মীরের আইজি বিজয় কুমার সংবাদসংস্থাকে জানিয়েছেন, গত 24 ঘন্টায় ভারতীয় সেনাবাহিনীর সাথে সংঘর্ষে 5 জন জঙ্গি নিহত হয়েছে। এজন্য তিনি ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দনও জানিয়েছেন পুলওয়ামায় একটি বাড়িতে দুই জঙ্গি সেনাবাহিনীর ওপর অতর্কিত গুলি চালাতে শুরু করলে সেনাবাহিনী তাদেরকে আত্মসমর্পণের সুযোগ দেয়।  কিন্তু তারা না মানলে সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। কিছুক্ষন সংঘর্ষের পর সেনাবাহিনীর গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জঙ্গির। বুধবারের কাশ্মীরের ঘটনা ভারতীয় সেনাবাহিনীর মুকুটে আরও একটি  নতুন পালক যোগ করল কথা বলাই বাহুল্য


Post a Comment

Previous Post Next Post