পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ উচ্চ প্রাথমিকের

পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ উচ্চ প্রাথমিকের
সুদীপ গুহ, কোলকাতা : হাইকোর্টের রায় কে মান্যতা দিয়ে উচ্চ প্রাথমিকের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। হাইকোর্টের নির্দেশে ইন্টারভিউ -এর তালিকা প্রকাশের পাশাপাশি যাদের নাম বাদ পড়েছে তাদের তালিকাও প্রকাশ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে।

http://result.wbcssc.co.in/Notqualified এই ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে কাদের নাম তালিকা থেকে বাদ গেছে। এর পাশাপাশি http://www.westbengalssc.com/ss/corg/wbssc/home এই ওয়েবসাইটের মাধ্যমে যাদের নাম ইন্টারভিউ তালিকায় রয়েছে এবং তাদের নম্বরসহ তা তারা দেখতে পাবে। এই ওয়েবসাইটে লগ ইন করে  নির্দিষ্ট কিছু তথ্য দিলেই  পরীক্ষার্থীরা তাদের তথ্য জানতে পারবে।

উল্লেখ্য, গত শুক্রবার উচ্চ প্রাথমিক এর ভবিষ্যৎ কি হবে? তা নিয়ে কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মামলার শুনানি হয় ।সেখানে বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায় জানান এক সপ্তাহের মধ্যে উচ্চ প্রাথমিকে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। সেখানে ইন্টারভিউয়ের জন্য যারা যোগ্য এবং যাদের নাম বাদ পড়ল তার সমস্তটাই উল্লেখ করা থাকবে। হাইকোর্টের সেই নির্দেশ মেনে আজ স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকে তালিকা প্রকাশ করল।

গত শুক্রবার কমিশনকে তীব্র ভৎসনার মুখে পড়তে হয় । কমিশনকে বিচারপতি বন্দ্যোপাধ্যায়  তীব্র ভৎসনা করে বলেন ," স্কুল সার্ভিস কমিশন অপদার্থ। কি ধরনের আধিকারিকরা কমিশন চালাচ্ছেন ? এই ধরনের কমিশনকে অবিলম্বে খারিজ করা উচিত "। হাইকোর্টের বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের এজলাসে শুনানির সময় স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী নির্দিষ্ট সময়ের পরও উপস্থিত না থাকায় বিচার প্রক্রিয়া পিছিয়ে দিতে বাধ্য হন বিচারক। ওই দিনে দুপুরে শুনানির পর বিচারপতি বন্দ্যোপাধ্যায় এক সপ্তাহের মধ্যে কমিশনকে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দেন। তাকে মান্যতা দিয়ে আজ বৃহস্পতিবার উচ্চ প্রাথমিক এর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।।

Post a Comment

Previous Post Next Post