রিনিকা বিশ্বাস : প্রথম ডোজ কোভ্যাক্সিনের আর দ্বিতীয় ডোজ কোভিশিল্ড। করোনা আবহাওয়ায় ভ্যাকসিন পেতে যেখানে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের, ২৮ দিনের মাথায় এক ই মহিলাকে দুই ভিন্ন ভ্যাকসিনের ডোজ দেওয়ার অভিযোগ।
কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালে ভ্যাকসিন বিভ্রাটে পড়তে
হলো বছর তিরিশের জয়া নারায়ন রায়কে। তার দাবি, ১০ ই জুন কোভ্যাক্সিনের প্রথম ডোজ
নেন তিনি।ঠিক ২৮ দিন পর বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ নিতে আসেন। অভিযোগ প্রথম ডোজের টোকেন
না দেখেই তাকে ভ্যাকসিন দেন নার্স।টিকাকেন্দ্র থেকে বেড়িয়ে তিনি জানতে পারেন এদিন
কোভ্যাক্সিন দেওয়া বন্ধ আছে। সন্দেহ হওয়ায় নার্সকে জিজ্ঞাসা করে জানতে পারেন তাকে
কোভিশিল্ডের ডোজ দেওয়া হয়েছে।
তড়িঘড়ি তিনি পুরো বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। শরীরে দুই ভিন্ন ভ্যাকসিন এর ডোজ যাওয়ায় আতঙ্কে ওই মহিলা। এখন প্রশ্ন একটা ই করোনা আবহাওয়ায় ভ্যাকসিন পেতে যেখানে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের সেখানে এই রকম ভ্যাকসিন বিভ্রাটের দায় আসলে কার।