রিয়া গিরি : তালিবান জঙ্গী গোষ্ঠীর হাতে প্রাণ হারালেন আন্তর্জাতিক 'পুলিৎজার'পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকী।কর্মসূত্রে তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের হয়ে কাজ করতেন।তিনি ছিলেন একজন দক্ষ ফটোগ্রাফার যিনি কর্মসূত্রে আফগানিস্থানের পরিস্থিতি খতিয়ে দেখতে এসে প্রাণ হারালেন তালিবানদের হাতে।
দানিশ সিদ্দিকী কান্দাহারের স্পেন বোলডগ অঞ্চলে নিথর অবস্থায় পড়ে রয়েছেন ঠিক এমনই বার্তা দিলেন আফগানিস্তানের বার্তাসংস্থা তলোনিউজ। এই চ্যানেলটি প্রথম তার হত্যার কথা জনসম্মুখে প্রচার করে।
তিনি টেলিভিশনে সংবাদদাতা হয়ে সাংবাদিকতার জীবন
শুরু করেছিলেন এবং পরে তিনি
ফটোজার্নালিজম এ যোগ দিয়ে,কর্মসূত্রে আন্তর্জাতিক
সংস্থা রয়টার্সের ফটোগ্রাফার হিসেবে কাজ করতেন। ২০১৮
সালে সিদ্দিকী ও তার সহকর্মীরা
আদনান আবিদিলের সাথে প্রথম ভারতীয়
হয়ে পুলিৎজার পুরস্কার পান। যা
সাংবাদিকতার ভাষায়, একজন দুঃসাহসী সাংবাদিকের
পরিচয়।
আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে,তালিবান ও আফগান সরকারের মধ্যে যুদ্ধ চলাকালীন দানিশ সিদ্দিকী সহিংসতা কবলে পড়ে। তালিবানদের যুদ্ধের বিবরণ দিতে গিয়ে তিনি টুইট করেছিলেন,'আমি ভাগ্যবান যে আমি নিরাপদ, আমি দেখলাম একটি রকেট আমার প্লেটের উপর দিয়ে যাচ্ছে'। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি তালিবানদের হাতে হত্যা হন।১৩ জুন তাকেও আক্রমণ করেছিল সশস্ত্র তালিবান সন্ত্রাসীরা।
ইতিমধ্যেই, আফগানিস্তানের প্রায় ৮৫ শতাংশ দখল করে নিয়েছে তালেবানেরা। তারা ধ্বংস করে চলছে হাজার হাজার সরকারি ভবন। ধ্বংস হয়ে গেছে ৩৪ টিরও বেশি প্রদেশ। সারা পৃথিবীর মানুষজন প্রার্থনা করছে আফগান বাসীদের জন্য।