রিয়া গিরি : টিকা নেওয়ার এক বছর পূর্ণ হতে না হতে ৩ বার করোনা আক্রান্ত হলেন মুম্বাইয়ের এক কোভিড হাসপাতালের চিকিৎসক। ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন নিয়ম মেনে, তবুও তিনবার করোণা আক্রান্ত হওয়ায় চিন্তিত চিকিৎসকেরা। চিকিৎসকের কোন ভেরিআন্ট আক্রান্ত হয়েছে ,তা জানতে ডক্টর সৃষ্টি ও তার ভাইয়ের রক্তের নমুনা পরীক্ষা করে হয়েছে।
বাড়ানো হল রাজ কুন্দ্রার জেলের মেয়াদ!
ঘটনাটি মুম্বাইয়ের বীর সাভারকর হাসপাতালের সঙ্গে যুক্ত ডক্টর সৃষ্টি হাল্লারির। গত বছর ১৭ জুন চিকিৎসকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল । পরে চলতি বছরের ৮ ই মার্চ ২৯ শে এপ্রিল টিকার ডোজ নেন তিনি। তার সত্বেও গত ১১ ই জুলাই সৃষ্টি তৃতীয়বারে কোভিড আক্রান্ত হন । ডক্টর সৃষ্টি ও তার
পরিবার।
তবে কি করোনা ভেরিয়েন্ট আটকাতে কার্যকরী হচ্ছে না ভ্যাকসিন ? প্রশ্ন তুলেছেন চিকিৎসকেরা। যদিও অন্যান্য চিকিৎসকদের দাবি ভ্যাকসিন দেওয়া থাকলেও যেকেউ আক্রান্ত হতে পারেন। তবে এ ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা কম।
দূরত্ব মেনে মাঠে বসেই ইউনিট টেস্ট দিচ্ছে পড়ুয়ারা
আইসিএমআর জানিয়েছেন টিকার অন্তত একটি ডোজ পেয়েছেন এমন ৬৭৭ জন করোনা আক্রান্তের মধ্যে ৬৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মৃত্যু হয়েছে মাত্র তিনজনের। যদিও এই ভ্যাকসিন প্রসঙ্গকে কোনো মতেই কাঠ গড়ায় তুলতে রাজি নয় চিকিৎসকরা।