সুদীপ গুহ : ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তৃতীয়বারের জন্য তৃণমূল সরকার ক্ষমতায় এলে রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হবে। উচ্চকক্ষ বিধান পরিষদ ও নিম্নকক্ষ বিধানসভা। সেই মোতাবেক বিধানসভায় বিধান পরিষদ গঠনের প্রস্তাব জানানো হয় । দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৯৬ টি, প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ে ৬৯ টি । বিজেপি এই বিলের বিরোধিতা করে।
বিজেপি বিধায়ক শংকর ঘোষ ও মিহির গোস্বামী আপত্তি জানিয়ে বলে দেশ এখন সমস্যায় জর্জরিত। মানুষ অনাহারে মরছে। অর্থনীতি দুর্বল হচ্ছে। কাজ নেই। বাড়ছে বেকার সমস্যা। এই অবস্থায় কোটি কোটি টাকা খরচ করে বিধান পরিষদ গঠনের যুক্তি কি? অন্যদিকে বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ,এটা অর্থের অপচয় ছাড়া কিছুই নয। "বিধান পরিষদ পুষতে পাঁচ বছরে ৬০০ থেকে ৮০০ রূপি খরচ হবে ।তাই আমরা এই বিল এর বিপক্ষে"। যদিও বিলের পক্ষে যুক্তি দিয়ে পার্থ চট্টোপাধ্যায় জানান , "বিধান পরিষদ কি আইন বহির্ভূত? রাজ্যের কাজে গতি আনতে আমরা দুই কক্ষ চাই।"
প্রসঙ্গত উল্লেখ্য ১৯৫২ সালের ৫ ই জুন ৫১ জন সদস্য নিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবার বিধান পরিষদ গঠিত হয় ।কিন্তু ১৯৬৯ সালের ২১ শে মার্চ সেই বিধান পরিষদ এর অবলুপ্তি ঘটে।
তবে রাজ্য বিধানসভায় এই বিল পাস হলেও এখনই তা আইনে রূপান্তরিত হচ্ছে না। আইনে রূপান্তর করতে হলে এখনো বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বিধানসভায় পাস হওয়ার পর এই বিল পাঠানো হবে রাজ্যপাল জাগদীপ ধনকার এর কাছে ।তারপর সেখান থেকে এই বিল অনুমোদন পেলে তা যাবে কেন্দ্রীয় আইন মন্ত্রীর কাছে। সেখান থেকে অনুমোদন পাওয়ার পর প্রথমে লোকসভা ও পরে রাজ্যসভায় তা পাস করাতে হবে। দুই আইনসভা থেকে এই বিল পাস হওয়ার পর চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুমোদনের পর এই বিল আইনে পরিণত হবে । উল্লেখ্য বর্তমানে ভারতের কয়টি রাজ্য তথা উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহার অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও জম্মু-কাশ্মীরে দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা আছে।