অম্লিতা দাস : করোনার তৃতীয় ঢেউ চলে এসেছে বিশ্বে। ধীর গতিতে হলেও বিশ্বে ক্রমাগত বাড়ছে মৃত্যু সংখ্যা। বৃহস্পতিবার হু জানালেন, বিশ্ব ইতিমধ্যেই তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে পৌঁছেছে।
ডেল্টার বিস্তার ক্রমশ বাড়ছে। করোনার সংক্রমণের কথা ভুলে বিধিনিষেধ এড়িয়ে যাওয়া দেশ গুলোয় ডেল্টার ছবি ফুটে উঠছে। বিশ্বের একাধিক দেশে বাড়ছে সংক্রমণ, মৃত্যু। সতর্কবার্তা দিয়েছেন হু, জানাচ্ছেন, করোনা ভাইরাস রূপ বদলাচ্ছে,
নিচ্ছে আরো সংক্রমকের ভূমিকা। হুয়ের প্রধান জানিয়েছেন,করোনার ডেলতারুপ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিশ্বের ১১১টি দেশে। ডেল্টার আধিপত্য খুব তাড়াতাড়ি চড়াতে চলছে গোটা বিশ্বে।
তিনি আরো জানিয়েছেন যে বিশ্বে করোনা সংক্রমণের মাত্রাও ক্রমাগতভাবে বাড়ছে। একাধিক দেশে সংক্রমণের মাত্রা ঊর্ধগামী। অধিকাংশ দেশের করোনা টিকা ও বিধিনিষেধের গাফিলতিই ডেকে আনছে এই
ডেল্টা রুপ। হুয়ের নির্দেশ, গত সেপ্টেম্বরের মধ্যেই প্রতিটি দেশের মোট জনসংখ্যার অন্তত ১০ শতাংশ মানুষকে টিকার আয়ত্তে আনতে হবে। আর প্রত্যেকটি দেশের ৪০% মানুষকে এই বছরের মধ্যেই টিকা দিতে হবে।