দেশে করোণার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী, নতুন করে কি বলছেন বিশেষজ্ঞরা

The-corona-graph-in-the-country-is-up-again-what-the-experts-say-is-new

ঈশিতা সাহা : ফের দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী দিকে যাচ্ছে লকডাউন সতর্কতা মেনেও হঠাৎ করে ভাইরাস সংক্রমণ বেশি হবার কারণ কি! এবার কোন তথ্যগুলি উঠে আসছে বিজ্ঞানীদের মতে

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে সংক্রমনের সংখ্যা ৪২,০১৫ জন তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও মঙ্গলবার এর তুলনায় এদিন ৪০ শতাংশ সংক্রমণের হার বেড়েছে মৃত্যু হয়েছে ,৯৯৮ জনের

স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘন্টায় সুস্থ রোগীর সংখ্যা ,০৩,৯০,৬৮৭ জন দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ,১২,১৬,৩৩৭ জন ,যার মধ্যে সক্রিয় কেস ,১৮,৪৮০ টি সংখ্যার হারকে নজরে দেখে স্বাস্থ্য মন্ত্রক দেশের টিকাকরণ বৃদ্ধির কথা জানিয়েছেন

দেশে  মোট টিকাপ্রাপ্তির সংখ্যা ৪১,৫৪,৭২,৪৫৫ জন তৃতীয় ঢেউ পুরোপুরি আছে পড়ার আগেই দেশে প্রত্যেকের টিকাকরণ শেষ করতে বলেছে কেন্দ্র

গত কয়েক মাস ধরে ভাইরাসের সার্বিক সংক্রমনের হার  তিন শতাংশের নিচে ছিলফলে বিশেষজ্ঞরা কিছুটা স্বস্তির শ্বাস ফেলছিলেন কিন্তু বুধবারে মৃত্যুর সংখ্যা হাজার পার হলে,তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়

পাশাপাশি আমেরিকায় তীব্র গতিতে ছড়াচ্ছে ডেল্টা বিশেষজ্ঞদের অনুমান, আগামী সপ্তাহ গুলিতে দেশে ডেল্টার সংক্রমণ বৃদ্ধি পেতে পারে মূলত প্রাপ্তবয়স্ক শিশুদের মধ্যেই এই সংক্রমণ বেশি দেখা গেছে তবে আমেরিকার পক্ষ থেকে সর্বোচ্চ সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে

Post a Comment

Previous Post Next Post