CAA নিয়ে সক্রিয়তা বাড়াচ্ছে কেন্দ্র সরকার

The-central-government-is-increasing-its-activism-with-the-CAA

রিয়া গিরি : চলতি বছরে জনগণনা প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে পিছিয়ে গেছে সেই প্রক্রিয়া এবছর সেই কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনার দ্বিতীয় সংক্রমণের কারণে এখনো পর্যন্ত জনগণনার কাজ শুরু করা হয়নি তবে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই স্থির করেছে, জাতিগত কোনো জনগণনা হচ্ছে না আবার কবে জনগণনা শুরু হওয়া সম্ভব সেটা নিয়ে অনিশ্চিত

কেন্দ্রীয় সরকার স্থির করেছে, জাতিগত ভিত্তিতে পৃথক গণনা যে দাবি করা হয়েছিল,  বর্তমানে সেই প্রক্রিয়ায় রাজি নয় কেন্দ্রসংসদে একই কথা স্বরাষ্ট্রমন্ত্রকের নিত্যানন্দ রায় জানিয়ে দিয়েছিলেন লিখিত প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, জনগণনা যখনই শুরু হোক না কেন, শুধু তপশিলি জাতি উপজাতিরা জনগণনায় উল্লেখ থাকবে এর বাইরে আলাদা করে কোনো গণনা হবে না

এর পাশাপাশি সরকার সিটিজেন্স অ্যামেডন্টমেন্ট আইন চালু করার প্রক্রিয়া এবার শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন এই আইনের রুলস তৈরি করা ইতিমধ্যে শুরু হয়ে গেছে কেন্দ্রীয় সরকার দ্রুত শুরু করতে চলেছে সিএ রুলস তৈরীর কাজ এই প্রসঙ্গে আরএসএস প্রধান মোহন ভাগবত বুধবার বলেছেন, সিএএ চালু হওয়া উচিত, এই আইন চালু হলে মুসলিমদের আশঙ্কার কোন কারণ নেই সংখ্যালঘুদের স্বার্থ ভারতের সর্বদাই রক্ষা করা হবে বলে তিনি জানিয়েছেন গণতন্ত্র রক্ষার অনুরোধ তিনি করেছেন সকলের কাছে


The-central-government-is-increasing-its-activism-with-the-CAA


Post a Comment

Previous Post Next Post