অম্লিতা
দাস : খুন? আত্মহত্যা? নাকি নেহাতই দুর্ঘটনা? আসানসোলের সালানপুরে
একটি খোলামুখ কয়লাখনি থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হল। সূত্রের খবর, বৃহস্পতিবার
থেকেই নিখোঁজ ছিল তরুণী। কিন্তু নিখোঁজ হওয়ার পর মৃত অবস্থায় কিভাবেই বা পাওয়া গেল
তাকে তারই তদন্তে নেমেছেন পুলিশ।
পুলিশ জানিয়েছেন, তরুণী সালানপুরের আলকুশা ডাঙাল পাড়ার বাসিন্দা।
নাম ঊষা বাউড়ি, বয়স ১৮। ঊষার পরিবারে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারেন, বৃহস্পতিবার থেকেই
নিখোঁজ ছিল উষা। শুক্রবার সকালে ডাবর খোলামুখ খনিতে একটি মেয়ের মৃতদেহ পাওয়া গেলে তারা
তাদের মেয়েকে চিহ্নিত করতে পারে।
ঊষার বাবা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে খাওয়াদাওয়ার পরেই বাড়ি থেকে বেড়িয়েছিল উষা। তারপর থেকেই কোনোরকম খোঁজ পাওয়া যায়নি তার। তার বন্ধু-বান্ধব ও অন্যান্য পরিচিত সবার কাছে খোঁজ করেও হদিশ পায়নি তার পরিবার। হঠাৎই শুক্রবার সকালে কয়লাখনিতে তার মৃতদেহের সন্ধান মেলে। কিভাবে সেই তরুণী কয়লাখনিতে গেল কেনই বা গেল? মৃত্যুর পেছনের কারণ সবার কাছেই এখনও ধোঁয়াশা।