কোভিড বিধি মেনে খুলছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল


অম্লিতা
দাস , কলকাতা : বৃহস্পতিবার থেকেই খুলে যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উদ্যান সাধারণ মানুষের জন্য প্রতিদিন সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত খোলা থাকছে উদ্যান

             খুলছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উদ্যান তবে মিউজিয়াম গ্যালারি এখনো বন্ধ। উদ্যানে প্রবেশ করতে হলে লাগছে প্রতিষেধকের দুটো ডোজের প্রমাণপত্র। এই শংসাপত্র ছাড়া উদ্যানে প্রবেশ নিষিদ্ধ। এছাড়াও এখনই অফলাইনে অর্থাৎ কাউন্টারে টিকিট কাটা যাচ্ছেনা। জনগণ অনলাইনে বুক মাই শো তে নির্দিষ্ট সময়ে অর্থাৎ ৬টা থেকে ৯টার মধ্যে টিকিট কাটবেন। আবার যাদের কাছে বার্ষিক ছাড়পত্র ( অ্যানুয়াল পাস) আছে তারাও প্রবেশ করতে পারবেন নির্ধিদ্বায়। তবে প্রত্যেক প্রবেশকারীদের জন্যই বাধ্যতামূলক করোনা সতর্কতা। মাস্ক প্রতিষেধকের শংসাপত্র ছাড়া কেউই প্রবেশের সুযোগ পাবেন না বলে জানান হলের কিউরেটর-সেক্রেটারি

Post a Comment

Previous Post Next Post