ঈশিতা সাহা : ২৩ শে জুলাই থেকে শুরু হচ্ছে এবারের টোকিও অলিম্পিক। তবে দেশজুড়ে করোনা পরিস্থিতি নজর রেখে আগে থেকেই টোকিও শহরে জারি করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। গত কয়েকদিনে অলিম্পিকে যোগদানকারী বেশ কিছু খেলোয়াড়দের শরীরে ধরা পড়েছে এই ভাইরাস। ফলে কোনো রকম ঝুঁকি না নিয়ে দর্শকহীন টোকিও অলিম্পিক এর সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।
জরুরী পরিষেবা ছাড়া কার্যত সবি বন্ধ থাকে শহরের ফলে একপ্রকার লকডাউনের মধ্যে রয়েছে জাপানের রাজধানী। গতবছর করোনা পরিস্হিতিতে নিষিদ্ধ করা হয়েছিল অলিম্পিকের আসর। এ বছরও সংক্রমনের আশঙ্কা থেকে দর্শকদের মাঠে প্রবেশ নিষেধ করল জাপান সরকার। এবছর অলিম্পিক হবে কিনা তা নিয়ে জাপানের স্বাস্থ্য বিশেষজ্ঞ সহ নাগরিক সমাজের অধিকাংশ অলিম্পিকের বিরোধিতা করেছিলেন। বৃহস্পতিবার জাপান অলিম্পিকের মুখ্য সচিব সেইকো হাসিমোতো জানিয়েছেন, অলিম্পিক আয়োজিত হবে, তবে তা সীমাবদ্ধ ভাবে জরুরী বিধিনিষেধ মেনে।