অম্লিতা দাস : নতুন করে হবে টেট পর্রীক্ষা। এবার নির্দেশ হাইকোর্টের নয়, সুপ্রিম কোর্টের। রাজ্যে শিক্ষক নিয়োগে নানান অসুবিধার সম্মুখীন হওয়ার পর মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। আর তাতেই কোর্টের সিদ্ধান্তে পরের বছর ৩১মার্চের মধ্যে নতুন করে নেওয়া হবে টেট পরীক্ষা।
২০১৭ টেট পর্রীক্ষা শেষ পর্যন্ত নেওয়া হয়েছিল ২০২১এর জানুয়ারি মাসে। এর মধ্যেই ডিএলএড পাস করেছেন অনেকেই। তাদের সবার পর্রীক্ষা নেওয়ার কথা জানিয়েছেন মামলায়। মঙ্গলবার বিচারপতি আব্দুর নাজির এবং বিচারপতি কৃষ্ণ মুরারির ডিভিশন বেঞ্চ থেকে রাজ্য সরকারকে বলা হয় ৩১ মার্চের মধ্যে অবশ্যই টেট পর্রীক্ষা নিতে হবে রাজ্য সরকারকে। পরীক্ষার ফল প্রকাশ ও নিয়োগপ্রক্রিয়া দ্রুতভাবে করতে বলেছেন কোর্ট।
ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের গাইডলাইন অনুযায়ী বছরে অন্তত একবার পরীক্ষা নিতেই হবে সেখানে ২০১৫ এর পর ২০১৭ তে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এর মধ্যে এতজন ডিএলএড পাস করা ব্যক্তিরা পর্রীক্ষার সুযোগ পাচ্ছেনা। আগামী বছর তাই সমস্ত সমর্থ ব্যক্তিরাই পরীক্ষার সুযোগ পায় সেইদিকে নজর দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের।