পরের মাস থেকেই শুরু হতে চলেছে স্নাতক ও স্নাতকোত্তরের ভর্তির প্রক্রিয়া

পরের মাস থেকেই শুরু হতে চলেছে স্নাতক ও স্নাতকোত্তরের ভর্তির প্রক্রিয়া
অম্লিতা দাস : রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তি দিলেন উচ্চশিক্ষা দফতর। প্রবেশিকা পরীক্ষা নয় শেষ পরীক্ষার ফলাফলের ওপরেই নির্ভর করবে পড়ুয়াদের যোগ্যতা যা আগেই জানানো হয়েছিল শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যদের বৈঠকে। মঙ্গলবারের বিজ্ঞপ্তি পেশ করে জানানো হয়, গত বছরের মত একই ধারায় অনলাইনেই ভর্তি হবে। মেধার ওপর ভিত্তি করে ভর্তির এই প্রক্রিয়ায় কাউন্সেলিং বা নথি যাচাই করতে হবে না বা তার জন্য কলেজ বা বিশ্ববিদ্যালয়েও যেতে হবেনা। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন করতে পড়ুয়াদের কোনোরকম টাকা দিতে হবেনা।

প্রকাশিত হল বিএড, এমএড, বিপিএড, এমপিএড কোর্সের ভর্তির বিজ্ঞপ্তিও। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার ওপর জোর দিলেও গত বছর প্রেসিডেন্সিতে ভর্তির ক্ষেত্রে মাধ্যমিকের নম্বরও যাচাই করা হয়েছে। এই বছর কি হবে তা এখনও সঠিকভাবে না জানলেও বিজ্ঞপ্তি মেনেই ভর্তি হবে বলে সূত্রের খবর।

উচ্চশিক্ষা দফতর জানিয়েছেন, ২রা আগস্ট থেকে শুরু হবে কলেজে ভর্তির প্রক্রিয়া অনলাইন পোর্টালেই। ভর্তি শেষ ১লা অক্টোবর থেকে শুরু হবে নতুন ক্লাস। ১লা সেপ্টেম্বর থেকে শুরু হবে স্নাতকোত্তরের ভর্তির পোর্টাল। অক্টোবরের মধ্যে তা শেষ করে অক্টোবরের শেষ থেকেই শুরু করা হবে ক্লাস। বিএড–এর ক্ষেত্রে ১ সেপ্টেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করে ১ অক্টোবর থেকে ক্লাস শুরুর করারই নির্দেশ উচ্চশিক্ষা দফতরের। স্নাতকোত্তরে ৮০% ভর্তি নেওয়া হবে নিজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাকি ২০% ভর্তি হবে অন্য বিশ্ববিদ্যালয়ের থেকে আসা পড়ুয়াদের। নিজ বিশ্ববিদ্যালয়ের ৮০% পড়ুয়া ভর্তি না হলে সেই ক্ষেত্রে অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নেওয়া যেতে পারে।



Post a Comment

Previous Post Next Post