অঙ্কন মণ্ডল : বনগাঁ পৌরসভার বিএস ক্যাম্পের মোড় থেকে যশোর রোডের দুধারের বিপদজনক ডাল কাটার কাজ শুরু করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
বনগাঁর পৌর প্রশাসক গোপাল শেঠ বলেন" আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে বিপদজনক ডাল গুলি কেটে ফেলার আবেদন জানিয়ে ছিলাম। আজ বি এস ক্যাম্পের মোড় থেকে সেই কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব জায়গাতেই হবে। সাধারন মানুষ যাতে বিপদের সম্মুখীন না হন সেই জন্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি।
শুক্রবার জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বনগাঁ পৌরসভা বিপদজনক গাছগুলি
শনাক্তকরণের কাজ শুরু করেছিল। জাতীয় সড়কের এক প্রতিনিধি গাছগুলির গায়ে নাম্বারিং
করেন৷ এরপর আজ বুধবার গাছের ডাল কাটার কাজ শুরু হয়।
Tags:
জেলার খবর