ঈশিতা সাহা : গণপরিবহনে নিরাপত্তা নিয়ে যাত্রীদের অভিযোগ সর্বত্রই উঠে আসে। বাসে- ট্রামে প্রায়ই মহিলা যাত্রীদের হেনস্তা হতে হয়। এই সংক্রান্ত সারাবছর অনেক অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার ছিল মহিলা যাত্রী নিরাপত্তা মামলার শুনানি। এদিন কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল মামলার রায় প্রকাশ করলেন।
মামলায় হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়, নিরাপত্তা বৃদ্ধির উদ্যোগে বেসরকারি ও সরকারি বাস গুলিতে কড়া নজরদারি রাখতে হবে।প্রত্যেকটি বাস স্টপ এবং
সরকারি ও বেসরকারি বাসগুলিতে
সিসিটিভি ক্যামেরা সহ হেল্প লাইন নম্বর- এর ব্যবস্থা থাকতে হবে। মহিলা সহ পুরুষদের জন্য আলাদা আলাদা নম্বরে ব্যবস্থা করতে হবে।পাশাপাশি মিনিবাস গুলিতে নজরদারি ব্যবস্থা করার কথা বলা হয়েছে।
মহিলাদের নিরাপত্তা কথা মাথায় রেখেই এদিন মামলার রায় বের হয় কলকাতায হাইকোর্টে এর পক্ষ থেকে। এক্ষেত্রে রাজ্যের প্রতিটি জেলায় এই নির্দেশ জারি করা হয়েছে। যাত্রী নিরাপত্তার পাশাপাশি সুযোগ-সুবিধা দিকেও খেয়াল রাখার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। এরপর ১২ ই আগস্ট মহিলা যাত্রী ও বৃহন্নলাদের সুরক্ষার্থে কি কি পদক্ষেপ নেবে
তা রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হবে।