মন্ত্রিসভায় রদবদলের আগেই পদত্যাগ স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী

মন্ত্রিসভায় রদবদলের আগেই পদত্যাগ স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী
রিয়া গিরি, দিল্লি : আজ বুধবার সন্ধ্যা ছ টায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করতে চলেছেন নরেন্দ্র মোদি। তার ঠিক কিছু সময় আগেই একাধিক কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সহ শিক্ষা মন্ত্রী রমেশ পোখ রিয়াল। 

এদের মধ্যে উল্লেখযোগ্য মুখ বাবুল সুপ্রিয় ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন বলে শোনা যাচ্ছে। আজ সন্ধ্যা ছটা নাগাদ রাষ্ট্রপতি ভবনের অশোক হলে, মোদি সরকারের নতুন মন্ত্রীরা শপথ নিতে চলেছেন। কিন্তু সেই অনুষ্ঠান পর্বের কিছু মুহূর্ত আগে কেন্দ্রীয় মন্ত্রীদের পদত্যাগ নিয়ে উঠেছে নানা জল্পনা।কেন্দ্রীয় মন্ত্রীসভায় বর্তমানে ২৯ বিপদ ফাঁকা রয়েছে যার মধ্যে ১৭ থেকে ২২ জন নতুন মুখ এবারে রদবদলের আসতে পারে।

যাদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন বেশ কিছু জন।এই তালিকায় মধ্যপ্রদেশের নেতা বিজেপি রাজ্যসভার সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সহ বেশ কিছু উল্লেখযোগ্য মুখ  ও উঠে আসছে মন্ত্রিসভার তালিকায়। কিন্তু ইতিমধ্যে উল্লেখযোগ্য মুখলির পদত্যাগ নিয়ে উঠেছে নানা জল্পনা।

Post a Comment

Previous Post Next Post