বিধি-নিষেধের সময়সীমা বেড়ে দাড়ালো ৩০ শে জুলাই

বিধি-নিষেধের  সময়সীমা বেড়ে দাড়ালো ৩০ শে জুলাই
রিয়া গিরি  : চলতি মাসেই লকডাউন ১৫ তারিখ পর্যন্ত বাড়িয়ে রাখা হয়েছিল, এবার তা বাড়িয়ে দেয়া হলো ৩০ তারিখ পর্যন্ত। রাজ্যের সংক্রমনের সংখ্যা কমলেও তৃতীয় ঢেউ ছড়াবার আগাম সর্তকতা জারি করে বিধি নিষেধ সম্পূর্ণভাবে তুললো না রাজ্য।

লকডাউন সম্পূর্ণভাবে না উঠলেও বেশ কিছু বিষয়ে ছাড় দেওয়া হয়েছে রাজ্যের প্রশাসনের তরফ থেকে। বাস  চললেও ট্রেনের ক্ষেত্রে সেই ছাড় দেওয়া হলো না রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু মেট্রোচলাচলের ক্ষেত্রে ছাড় দেওয়া হলো যদিও   তাতেও সমস্যা থেকে যাবে বলে মনে করা হচ্ছে। কারণ নিত্য যাত্রী সংখ্যা ট্রেনে যতটা বেশি হয়, মেট্রোতে সাধারণ মানুষরা ততটা বেশি যাতায়াত করেননা। মেট্রো চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে  যা১৬ জুলাই থেকে শহরে চালু হচ্ছে। বিয়ে বাড়িতে সর্বাধিক ৫০ জন লোক আমন্ত্রিত থাকতে পারবে। সকাল ৬-১০ টা পর্যন্ত সুইমিংপুল খোলা থাকবে বলে জানানো হয়েছে এই নির্দেশিকায়।

বিধি-নিষেধের  সময়সীমা বেড়ে দাড়ালো ৩০ শে জুলাই

দোকান বাজার খোলার ক্ষেত্রে সময়সীমা উঠিয়ে দেওয়া হচ্ছে এই নতুন পর্যায়ে।তবে স্কুল-কলেজ সিনেমা হল আপাতত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। রাজ্য সরকার এখনই রাজ্যে লকডাউন বিধি তুলে দিতে রাজি নয়, তা আরো বেশ কয়েকদিন থাকতে চলেছে। শপিং মল আগের মতোই খোলা থাকবে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।

আজ নবান্নের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিধি নিষেধ গুলি জারি করেছেন। সম্ভবত তৃতীয় ঢেউ আসার আগেই রাজ্য নিজের প্রস্তুতি করে নিতে চাইছে।

Post a Comment

Previous Post Next Post