রিয়া গিরি : বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। বিকেল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গাগুলিতে, ভারী বৃষ্টিপাত শুরু হয়।টানা বৃষ্টিতে হলদিয়া বন্দরের বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ বেশ কয়েক দিন ধরে কম থাকলেও বুধবার বিকেল থেকে সারারাত টানা বৃষ্টিপাতে ক্ষতির সম্মুখীন হল হলদিয়া বাসী।টানা বৃষ্টিতে জলমগ্ন হলদিয়ার একাধিক এলাকা। আজ সারাদিন জুড়েই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দীর্ঘ পাঁচ দিন ধরে এই বৃষ্টিপাত কম বেশি চলবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর।
নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে, ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।এভাবেই দুই থেকে তিনদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও দীর্ঘ পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত সংক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর। বুধবার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তা অঝোর ধারায় বয়েই চলেছে। বৃহস্পতিবার ভোররাতে থেকে কখনো ভারী বা কখনো হালকা বৃষ্টিপাত এর জেরে কলকাতাসহ হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরের বেশ কয়েকটি অঞ্চল জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় লাল এবং হলুদ সর্তকতা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে।
হলদিয়া র সর্বোচ্চ তাপমাত্রা
২৮°C,সর্বনিম্ন তাপমাত্রা *২৭°C, বৃষ্টিপাতে আদ্রতার পরিমাণ ৯৭% , হওয়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বেশ কয়েক ঘণ্টা জুড়ে।
হলদিয়া ছাড়াও মালদা ,নদীয়া ও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি এলাকায়।
ইতিমধ্যেই তৃতীয় ঢেউয়ের প্রভাব পড়তে শুরু করেছে মেদিনীপুরের বেশ কয়েকটি জেলায়। হলদিয়ায় মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে ,আর এই পরিস্থিতিতে বন্যার পূর্বাভাস চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে অনেকের কাছে।