সূত্রে খবর, মুম্বাইয়ের সিয়ানে রেলওয়ে স্টেশনের রেলওয়ে ট্র্যাক পুরোপুরি জলের তলায়। পাশাপাশি গান্ধী মার্কেট এ পুরো এলাকাটি জলের তলায় ডুবে যাওয়ায় গাড়ি চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। ফলে এলাকাটিতে গাড়ি গুলি আটকে গিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পাশাপাশি একটানা বৃষ্টির কারণে মানুষের বাড়িতেও জল ঢুকে গেছে। জানা যায়, হনুমান নগর থেকে কান্দিভালি এলাকা এখন জলের তলায়।
মধ্য রেলওয়ের এক আধিকারিক জানান, মুম্বাইয়ের কুর্লা স্টেশন এর কাছে ট্র্যাকটি জলমগ্ন অবস্থাতে রয়েছে ফলে ছত্রপতি শিবাজী মহারাজ বাস টার্মিনাস থেকে কুর্লা অবধি ওই লাইনে ট্রেন চলাচলে অসুবিধা হচ্ছে।চুনাভট্টই রেলওয়ে স্টেশনে ট্রাকে জল আটকে আছে। ফলে ওই স্টেশনে যাতায়াতকারী ট্রেনগুলিও আটকে দেওয়া হয়েছে।
এনডিআরএফ তরফ থেকে জানানো হয়েছে, ভূমিস্খলনের ফলে ভারতনগর এলাকায় অবস্থিত বেশ কয়েকটি ঝুপড়ি চাপা পড়ে যাওয়ায় এখনো পর্যন্ত ১১ জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। সরকার তরফ থেকে উদ্ধার কার্য এবং ত্রাণ দেওয়া শুরু হয়েছে। তবে শনিবারের মত রবিবারেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। সেই অর্থে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে এলাকাবাসীর।