রিয়া গিরি : বিহারের একটি প্রত্যন্ত রেলস্টেশন দখল করল মাওবাদীরা। ঘটনাটি ঘটেছে, বিহারের জামুই জেলার চৌড়া স্টেশনে।পাহাড় জঙ্গলে ঘেরা এই স্টেশনটি অতি পরিচিত না হলেও এলাকাজুড়ে মাওবাদীদের দৌরাত্ম্য ক্রমশ বেড়ে চলেছে। শনিবার ভোররাতে, দিল্লি হাওড়া মেইন লাইনে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রইল এই কারণে।
ফের গরহাজির বনগাঁর বিজেপির নেতা, বিধায়কেরা
জামুইয়ের পুলিশ আধিকারিক প্রমোদ কুমার মন্ডল জানিয়েছেন, ইতিমধ্যেই আধাসামরিক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গিয়ে রেল স্টেশন ঘিরে রেখেছে।কিন্তু আধা সামরিক বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই মাওবাদীরা গা-ঢাকা দিয়েছে পার্শ্ববর্তী পাহাড়ি জঙ্গল সংলগ্ন এলাকাটি।
বিহারের জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত চৌরা স্টেশনটি আচমকাই মাওবাদীরা দখল করে নেয় এবং ট্রেন চলাচল বন্ধ রাখার হুমকি দেয়।ভোর ৩ টে ২০ তে থেকে সকাল পাঁচটা পর্যন্ত মাওবাদীদের দৌরাত্ম্য চলছিল স্টেশন জুড়ে। ফলে ট্রেন চলাচল বন্ধ থাকে। সকাল সাড়ে পাঁচটার পর দিল্লি হাওড়া মেন লাইনে ট্রেন পরিষেবা আবার স্বাভাবিক হয়।
৪৪ বছর পর বামপন্থীদের হাত ছাড়া হল ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত
সূত্রের খবর, মাওবাদীরা আচমকাই শনিবার ভোররাতে রেল স্টেশন ঘিরে ফেলে। স্টেশন মাস্টারের ঘরে ঢুকে লাল সিগন্যাল দেওয়ার জন্য জবরদস্তি করতে থাকে। পরে সম্পূর্ণ স্টেশন বোমাবাজি করার হুমকি দেয় মাওবাদীরা।পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে তারা সমস্ত যাত্রীদের বসে থাকতে নির্দেশ দেয়। ইতিমধ্যে বাকি স্টেশনগুলোতে এবং রেললাইনে কোনো বোমা লুকিয়ে রেখেছে কিনা তা তদন্ত করছে পুলিশ আধিকারিকরা।