জয়েন্ট এক্সামের দিন বিশেষ ট্রেনের অনুরোধে রেলকে চিঠি রাজ্যের

জয়েন্ট এক্সামের দিন বিশেষ ট্রেনের অনুরোধে রেলকে চিঠি রাজ্যের

অম্লিতা দাস : ১৭ই জুলাই হতে চলেছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। কিন্তু পরিবহন মাধ্যমগুলি তো এখনও সংশয়ে। আপাতত ৩০শে জুলাই পর্যন্ত চলছে এলধিক বিধিনিষেধ। যাতে ৫০% যাত্রী নিয়ে বাস চলছে। ট্রেনও চলছে শুধুই বিশেষ কর্মীদের জন্য। জরুরী ব্যবস্থার সাথে যুক্ত ব্যক্তিরাই একমাত্র যাতায়াত কর্বহেন সেই বিশেষ ট্রেনগুলিতে। এই বিশেষ ট্রেন গুলিতে আগামী শনিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী ও তার অভিভাবকদের ওঠার অনুমতি চেয়ে রেলকে চিঠি পাঠালো রাজ্য।

দুশ্চিন্তায় পরিক্ষার্থী ও তাদের পরিবাররা। বৃহস্পতিবার রাজ্য পরিবহন দফতরে চিঠি পাঠিয়ে বলেছেন, বিশেষ ট্রেনগুলিতে পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে যেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের ওঠার অনুমতি দেওয়া হয়। সাথেই পরীক্ষার দিন হওয়ায় যদি সেদিন ট্রেন সংখ্যা কিছুটা বাড়ানোরও অনুরোধ জানিয়েছেন রাজ্য। শুধু পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য নয়, পরীক্ষা পরিচালনায় থাকা ব্যক্তিদের জন্যও ট্রেন পরিষেবা চেয়েছেন রাজ্য।

জয়েন্ট এক্সামের দিন বিশেষ ট্রেনের অনুরোধে রেলকে চিঠি রাজ্যের


Post a Comment

Previous Post Next Post