শ্রমণ দে : ওয়ানডে সিরিজ জিতেছিল ভারত। টি-২০ সিরিজ জিতল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার তিন ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ ৭ উইকেটে জিতে সিরিজ ২-১ জিতে নিল দাসুন শানাকার দল। ভারতের কাছে ওয়ানডে সিরিজ হারানোর ক্ষতে প্রলেপ লাগাল শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টস হেরে ভারত প্রথমে ব্যাট করে গুটিয়ে গিয়েছিল মাত্র ৮১ রানে। স্কোরবোর্ড বলে দিচ্ছে যে ভারতের প্রায় প্রতিটি ব্যাটসম্যানই ক্রিজে এসেছেন আর ফিরে গিয়েছেন। দলের সর্বোচ্চ স্কোরার কুলদীপ যাদব। সাতে ব্যাট করতে নেমে ২৩ রানে অপরাজিত থাকেন তিনি। ৩৬ রানে প্রথম পাঁচ উইকেট হারানো দলটা এদিন শেষ হয়ে গেল ৮১ রানে। শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা এদিন তাঁর জন্মদিন বিশেষ ভাবে স্মরণীয় করে রাখলেন। একাই তুলে নেন চার উইকেট।
১০০ মিটার বাটারফ্লাইয়ের হিটে দ্বিতীয় হয়েও সেমিতে নেই ভারতের সজন
ভারতের এই রান তাড়া করে জেতাটা বিশ্বের কোনও ক্রিকেট খেলিয়ে দেশের কাছেই টার্গেট বলে মনো হত না। দ্বীপরাষ্ট্রের ক্ষেত্রেও সেটা হয়নি। শ্রীলঙ্কা তিন উইকেট হারিয়েই অনায়াসে ম্যাচ জিতে নেয় হাতে ৩৩ বল রেখে। অভিষ্কা ফার্নান্ডো ও মিনোদ ভানুকার ওপেনিং জুটি ২৩ রানে ভেঙে দেন রাহুল চাহার। কট অ্যান্ড বোল্ড হন অভিষ্কা।
Sri Lanka win 👏
— ICC (@ICC) July 29, 2021
They register a 7-wicket victory against India in Colombo and take the series 2-1! #SLvIND | https://t.co/mYciWl62Z7 pic.twitter.com/ZeFPkhK7Jm
এরপর ১৮ রানের মাথায় সেই চাহারের বলেই এলবিডব্লিউ হয়ে যান ভানুকা। তিনে নামা সাদিরা সামারাউইক্রমাকেও (৬) ক্লিন বোল্ড করে দেন চাহার। চাহারের তিন উইকেটের এদিন অর্থহীন হয়ে গেল। চারে নামা ধনঞ্জয় ডি সিলভা (২৩) ও ওয়ানিন্দু হাসারঙ্গা (১৪) অপরাজিত থেকে ম্যাচ বার করে আনেন অনায়াসে।
বিজেপি সাংসদের ঘনিষ্ঠ- এর সঙ্গে সেই মহিলার বার্তালাপ ফাঁস!
রাহুল দ্রাবিড়ের শিষ্যরা শুধু টি-২০ ফর্ম্যাটে ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোরই করল না, আরও একটি লজ্জার রেকর্ডে নাম লেখাল ভারত। পুরো ২০ ওভার ব্যাট করা দল হিসেবে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর করল শিখর ধাওয়ানের ইন্ডিয়া। এর আগে রয়েছে শুধুই ওয়েস্ট ইন্ডিজ। তারা ২০১০ সালে পোর্ট অফ স্পেনে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭ উইকেট হারিয়ে ৭৯ রানে শেষ হয়ে গিয়েছিল।