শ্রমণ দে : ভারত-পাকিস্তানের মধ্যে নানা মতোবিরেধের মধ্যে ক্রিকেটে কোন দেশ এগিয়ে কোন দেশ পিছিয়ে, এই নিয়ে সর্থকদের মধ্যে লেগেই। কেউই একে অপরকে ঠেস দেওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না। এমনই এক ঘটনায় সৌরভ গাঙ্গুলিকে ‘জালিয়াত’ বলে দাবি করেন এক পাকিস্তান সমর্থক।
কেনিয়ার বিরুদ্ধে সৌরভের তিনটি শতরান ও দুটি অর্ধশতরানসহ ১০ ইনিংসে মোট ৫৮৮ রান করার কৃতিত্ব রয়েছে। সেইদিকেই ইঙ্গিত করে সেই সমর্থক সোশ্যাল মিডিয়ায় লেখে, ‘আমি কাল ব্যাঙ্ক অফ কেনিয়াতে গিয়েছিলাম। ওখানকার কর্মচারীরা আমায় আমার ফোন নাম্বার জানতে চাইল এবং আঙুলের ছাপ নিল। আমি ওদের এতো বেশি নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ওরা বলে যে সৌরভ গাঙ্গুলি নামে একজন ওদের দুর্বল বোলিং আক্রমণের বিরুদ্ধে বছরের পর বছর জালিয়াতি করেছে। আমি বিস্মিত হলেও অবাক হইনি।’
ব্যাঙ্কের তরফে ওই সমর্থকের পোস্টের জবাবে লেখা হয়, ‘তোমার কৌতুকরসের প্রশংসা করতেই হয়। তবে (সৌরভ) গাঙ্গুলি একজন দারুণ ক্রিকেটার ছিলেন, (স্টিভ) টিকোলো তার থেকেও ভাল। ও হ্যাঁ, আরেকটা কথা (বিরাট) কোহলি বাবরের (আজম) থেকে ভাল।’
I visited the Bank of Kenya yesterday. The staff asked me for my fingerprints and mobile no. I asked them why they added so much security. They told me that a man named Sourav Ganguly had committed fraud for years against their fragile bowling .I was shocked but not surprised
— W A Q A R (@dilsypakistan90) July 13, 2021
জবাবে পাকিস্তানি সমর্থক না দমে গিয়ে দবি করেন কোহলি নাকি তাঁর বইতে ‘চোকলি’। এবারও কেনিয়া ন্যাশানাল ব্যাঙ্কের তরফে ট্রোলড হন তিনি। ব্যাঙ্ক তাঁর এই টুইটের প্রত্যুত্তরে জানায়, ‘এই জন্যই তোমার বইয়ের বিষয়ে কেউ অবগতই নয়।’ টুইট চালাচালিটা বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেন ভারতীয় সমর্থকরা।